শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৫৮ অপরাহ্ন

সর্বশেষ :
গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের বিচার করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা নারায়ণগঞ্জের কাঁচপুরে যাত্রীবাহী বাস ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ সমাজ কল্যাণ কমিটির উদ্যোগে সমাধান হলো রাস্তার পানি আগলা চৌকিঘাটা জনমঙ্গল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত সরাইলে ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর টহল দল কর্তৃক ভারতীয় চোরাচালানী প্রায় ১ কোটি ১ লক্ষ টাকার মালামাল আটক পীরগঞ্জে মাথাবিহীন এক মহিলার লাশ উদ্ধার যে ভোটাধিকারের জন্য জীবন দিতে হলো, সেটা এখনো প্রতিষ্ঠিত হয়নি: মামুন মাহমুদ অন্তর্বর্তী সরকারের বিবৃতি: ৩২ নম্বরে ভাঙচুর অনাকাঙ্ক্ষিত শেখ হাসিনাকে থামান, ফের দিল্লিকে ঢাকার বার্তা পীরগঞ্জে আওয়ামীলীগের অফিসসহ ৭টি মুরাল গুঁড়িয়ে দিয়েছে ছাত্র-জনতা

দুই মামলায় শেখ হাসিনা-শামীম ওসমানসহ আসামি ৪৭০ জন

বিশেষ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, ওবায়দুল কাদের, জাহাঙ্গীর কবির নানক, মাহবুবুল আলম হানিফ, শামীম ওসমান, সেলিম ওসমানসহ ৪৭০ জনের নামে হত্যাচেষ্টার পৃথক দুই মামলা দায়ের করা হয়েছে।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় আদালতের নির্দেশে দুটি মামলাই দায়ের করা হয়। যার একটিতে প্রধান আসামি শেখ হাসিনা এবং অন্যটিতে প্রধান আসামি শামীম ওসমান।

মামলার দুটির বাদী আলাদা দুজন ব্যক্তি। যে মামলায় শামীম ওসমানকে প্রধান আসামি করা হয়েছে সেটি গত ২১ জানুয়ারি সিদ্ধিরগঞ্জ থানায় রুজু হয়েছে বলে অফিসার ইনচার্জ শাহিনুর আলম নিশ্চিত করেছেন।

মামলার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২১ জুলাই বিকেল সোয়া তিনটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের ডাচ-বাংলা ব্যাংক এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালীন সাবেক এমপি শামীম ওসমান, তার ভাই জাতীয় পার্টির সাবেক এমপি সেলিম ওসমানের নির্দেশে এবং শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরি ওসমান ও সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়ার নেতৃত্বে সশস্ত্র অবস্থায় মিছিলে হামলা চালায়। হামলায় তারা আগ্নেয়াস্ত্র, শর্টগান, পিস্তল, ককটেল, লাঠি, ইট-পাটকেল, এবং ধারালো অস্ত্র ব্যবহার করে।

এ সময় আলিফের (১৮) বা পায়ের হাঁটুতে গুলি লাগে এবং সে গুরুতর আহত হয়। স্থানীয়রা ট্রাস্ট হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যায়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে দীর্ঘ চিকিৎসা গ্রহণ শেষে আলিফের বাবা অহিদ মিয়া (৪৭) বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করতে যান। থানায় মামলা নিতে অস্বীকৃতি জানালে তিনি গত ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জের চীফ জুডিশিয়াল আদালতে মামলার আবেদন করেন।

তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত নির্দেশ প্রদান করলে গত ২১ জানুয়ারি সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি রুজু হয়। মামলাটিতে শামীম ওসমানসহ এজাহারনামীয় আসামি ৫৫ জন। এ ছাড়া অজ্ঞাত আসামি করা হয়েছে ১৫০ থেকে ২০০ জনকে।

অন্যদিকে আজ বৃহস্পতিবার দুপুরে শেখ হাসিনাকে প্রধান আসামি করে আদালতের নির্দেশে আরও একটি মামলা রুজু হয়েছে বলে দৈনিক আমাদের সময়কে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিনুর আলম।

জানা যায়, গত ১৭ জানুয়ারি ইসলামী আন্দোলন বাংলাদেশের সদস্য মো. মিরাজ হোসেন (২৬) নারায়ণগঞ্জের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় তাকে হত্যাচেষ্টার ঘটনায় মামলার আবেদন করেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত সিদ্ধিরগঞ্জ থানাকে মামলা গ্রহণের নির্দেশ প্রদান করেন।

মামলায় শেখ হাসিনা ছাড়াও আসামি করা হয়েছে- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ, নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সাংসদ শামীম ওসমান, নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সাংসদ সেলিম ওসমানসহ ৬৫ জনকে।

এ ছাড়া মামলাটিতে আরও ১০০ থেকে ১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

 

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com