জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
- Update Time : 11:56:57 am, Thursday, 23 January 2025
- / 126 Time View
বিশেষ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ জানুয়ারি বুধবার সকাল ১০টায় পুলিশ লাইনস ড্রিল শেডে এই সভা অনুষ্ঠিত হয়।
এসময় জেলার বিভিন্ন ইউনিটের ইউনিট ইনচার্জগণ ও ফোর্সরা সামষ্টিক সমস্যা নিয়ে কথা বলেন। সভায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার সকল সমস্যার সমাধানের জন্য সংশ্লিষ্ট অফিসারদের নির্দেশ প্রদান করেন।
সভায় ২০২৪ সালের ডিসেম্বর মাসের বিভিন্ন মামলার অগ্রগতি বিষয়ে আলোচনা করা হয়। পুলিশ সুপার ওয়ারেন্ট তামিল, অবৈধ মাদকদ্রব্য, অস্ত্র উদ্ধার করতে নির্দেশ প্রদান করেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। এছাড়া আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং জেলার সকল পদমর্যাদার পুলিশ সদস্য।


















