শনিবার, ১০ মে ২০২৫, ০৩:২৫ পূর্বাহ্ন

সর্বশেষ :
রুট পারমিটও ফিটনেসবিহীন বাস ডাম্পিং য়ে দেওয়া হবে বলে হুঁশিয়ারি, জেলা প্রশাসক সালমান এফ রহমানের রাজনীতির শিকার নবাবগঞ্জের হতদরিদ্র ৩৪০ পরিবার ওসমানীনগরে জমি নিয়ে বিরোধ জামিনে মুক্তির পেয়ে ফের সংঘর্ষ সেনাবাহিনী ও পুলিশের হস্তক্ষেপে নিয়ন্ত্রণ সিদ্ধিরগঞ্জে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রূপগঞ্জে গ্যাস লিকেজ থেকে মঞ্জু টেক্সটাইল মিলের ২ নিরাপত্তাকর্মীর মৃত্যু চন্দ্রা তিতাস গ্যাস নিয়ে সার্ভিস টিমের সদস্যদের মাঝে দুর্নীতি জেকে বসেছে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ১০ দিনের ছুটি ঘোষণা ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি সাধারণত ঈদের আগে সিদ্ধিরগঞ্জে ৭০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে পিস্তল-ম্যাগজিন ও তিন রাউন্ড গুলিসহ ২ সন্ত্রাসী গ্রেপ্তার

লক্ষ্মীপুরে বালুবাহী ড্রাম ট্রাকের ধাক্কায় নিহত২,গুরুতর আহত২

অহিদ মিয়া,লক্ষীপুরঃ লক্ষ্মীপুর-মজুচৌধুরীহাট সড়কে ড্রাম ট্রাকের ধাক্কায় অটোরিক্সার দুই যাত্রী নিহত ও ২জন গুরুতর আহত হয়েছে।

নিহতরা হচ্ছে, সদর উপজেলার টুমচর এলাকার রফিক উল্যাহর ছেলে আনোয়ার হোসেন(৩৫) ও চররমনীর বাসিন্দা মুরাদ হোসেন(৩২)।

অপরদিকে আজাদ হোসেন(৪৫) এবং অজ্ঞাত অটোরিক্সা চালকসহ ২জন গুরুতর আহত হয়েছে। তাদের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অরুপ পাল। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে মজুচৌধুরীরহাট সড়কের ফিসারী এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মুরাদ হোসেনসহ তিন যাত্রী অটোরিক্সা নিয়ে সদর উপজেলার চররমনী মোহন এলাকার চরআলী আহসান এলাকা থেকে লক্ষ্মীপুর-মজুচৌধুরীহাট সড়কের দিকে আসছিলেন। এসময় অটোরিক্সাটি সড়কে উঠার সাথেই মুজচৌধুরীরহাট থেকে বালুবাহী ড্রাম ট্রাকের ধাক্কায় অটোরিক্সাটি ধুমড়ে-মুচড়ে যায়।

এতে ঘটনাস্থলে মারা যান মুরাদ হোসেন। গুরুতর আহত অটোড্রাইভারসহ ৩জনকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পথে মারা যান আনোয়ার হোসেন নামে আরো একজন। গুরুতর আহত আজাদ হোসেন ও ড্রাইভারকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজাদের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অরুপ পাল। আজাদ হোসেনের মাথায় বড় ধরনের আঘাত লেগেছে। এখন পর্যন্ত কিছুই বলা যাচ্ছেনা।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, প্রতিনিয়ত অবৈধ এসব ড্রাম ট্রাক বন্ধের জন্য মানববন্ধনসহ নানা কর্মসুচি পালন করে আসলেও এখনো তা বন্ধ হচ্ছেনা।

ড্রামে ট্রাকের ধাক্কায় দুইজন মারা যান। এনিয়ে গত ৬ মাসে এই সড়কে ড্রামের ট্রাকের সংর্ঘষ ও চাপায় মারা যান ১০জন। প্রশাসনের পক্ষ থেকে একাধিক অভিযান চালানো হলেও তা মানা হচ্ছেনা বলে অভিযোগ করেন স্থানীয়রা। দ্রুত এসব অবৈধ ড্রাম ট্রাক বন্ধ না হলে সামনে আরো বড় ধরনের দূর্ঘটনার আশংকা রয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুইজনের লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।ঘাতক ড্রাম ট্রাকটি জব্দ করা যায়নি।চালক পলাতক রয়েছে।চালককে ধরতে অভিযান চলছে।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com