শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৯ পূর্বাহ্ন
বিশেষ প্রতিনিধিঃ একেই বলে জেনেটিক মিউটেশন অথবা পারিবারিক রোগ। যা বংশগত, এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে ছড়িয়ে পড়ে । এমন ঘটনা ঘটেছে ফতুল্লায়। এমন মানিষিক রোগ থেকেই ছোটো দুই ভাইয়ের মতোই ‘আত্মহত্যা’ করেছেন মো. জুয়েল (৪৫) নামে এক যুবক।
গত শনিবার (১৮ জানুয়ারি) গভীর রাতে ফতুল্লার দাপা ইদ্রাকপুর রেলস্টেশন এলাকায় এই ঘটনা ঘটে।
মৃত মো. জুয়েল ফতুল্লার দাপা এলাকার আবদুল আজিজের ছেলে। তিনি বুয়েটের ওয়ার্কসপে চাকরি করতেন। নিহত জুয়েলের দুই শিশু সন্তান রয়েছে।
২০০৫ সালে নিহতের ছোট ভাই রুবেল এবং ২০১৮ সালে সাকিব পারিবারিক কলহের কারণে গলায় ফাঁস নিয়ে নিজ বাড়িতেই আত্মহত্যা করেছিলেন।
এলাকবাসী ও স্বজনরা জানান, শুক্রবার রাতে জমি সংক্রান্ত ঘটনায় বাবা ও বড় বোনের সাথে জুয়েলের কথা কাটাকাটি হয়। এ সময় তারা টাকা দিতে রাজি না হওয়ায় গভীর রাতে ঘরের চালের ‘আড়া’র সাথে রশি দিয়ে ঝুলে আত্মহত্যা করেন জুয়েল।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে।