শনিবার, ১০ মে ২০২৫, ০২:১৩ পূর্বাহ্ন

সর্বশেষ :
রুট পারমিটও ফিটনেসবিহীন বাস ডাম্পিং য়ে দেওয়া হবে বলে হুঁশিয়ারি, জেলা প্রশাসক সালমান এফ রহমানের রাজনীতির শিকার নবাবগঞ্জের হতদরিদ্র ৩৪০ পরিবার ওসমানীনগরে জমি নিয়ে বিরোধ জামিনে মুক্তির পেয়ে ফের সংঘর্ষ সেনাবাহিনী ও পুলিশের হস্তক্ষেপে নিয়ন্ত্রণ সিদ্ধিরগঞ্জে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রূপগঞ্জে গ্যাস লিকেজ থেকে মঞ্জু টেক্সটাইল মিলের ২ নিরাপত্তাকর্মীর মৃত্যু চন্দ্রা তিতাস গ্যাস নিয়ে সার্ভিস টিমের সদস্যদের মাঝে দুর্নীতি জেকে বসেছে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ১০ দিনের ছুটি ঘোষণা ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি সাধারণত ঈদের আগে সিদ্ধিরগঞ্জে ৭০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে পিস্তল-ম্যাগজিন ও তিন রাউন্ড গুলিসহ ২ সন্ত্রাসী গ্রেপ্তার

কুমিল্লা মেডিকেল কলেজ রোডে বেপরোয়া ইজিবাইক,যানজটে অতিষ্ঠ এলাকাবাসী

জামালউদ্দিন, কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লা শহরের ব্যস্ততম একটি সড়ক মেডিকেল কলেজ রোড। এ রোডে প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াত রয়েছে, বিশেষ করে মেডিকেল কলেজে সেবা নিতে আসা মানুষের দুর্ভোগের যেন শেষ নেই।

টমছম ব্রীজ থেকে কুমিল্লা মেডিকেল কলেজে আসতে প্রতিদিন ভয়াবহ যানজটের সম্মুখীন হতে হয় বলে জানান ভুক্তভোগীরা। বেপরোয়া ইজিবাইক চলাচলের কারণে এমন যানজটের সৃষ্টি হয় বলে জানিয়েছেন এলাকাবাসী।

এ রাস্তা ব্যবহার করে অফিস-আদালতে যাতায়াত করেন এমন কয়েকজন ব্যক্তির সাথে কথা হয়েছে এই প্রতিবেদকের। রতন নামের একজন ব্যক্তি জানান আমার অফিস সকাল ১০:০০ টায়। রাস্তায় যানযট না থাকলে অফিসে যেতে ১০-১৫ মিনিট সময় লাগে কিন্তু দুঃখের বিষয় প্রতিদিন যানজটের কারণে হাতে প্রায় একঘন্টা সময় নিয়ে বাসা থেকে বের হই তারপরও মাঝেমধ্যে অফিসে সঠিক সময়ে পৌছাতে পারিনা। সুমন নামের আরেকজন ব্যক্তি ঠিক একই অভিযোগ করে বলেন এখানে সঠিক ট্রাফিক ব্যবস্থা না থাকার কারণে প্রতিদিন ভয়াবহ যানজটের সম্মুখীন হতে হয়। এতে আমাদের মূল্যবান সময় নষ্ট হচ্ছে।

কুমিল্লা মেডিকেল কলেজে চিকিৎসা নিতে আসা একজন নারী বলেন এই রাস্তায় চলাচলের জন্য আমাদের খুবই কষ্ট হয় যা বলে শেষ করা যাবেনা। আমি প্রায়সময় এই রাস্তাটি ব্যবহার করি কিন্তু কখনো যানজটমুক্ত রাস্তা পাইনি। যা খুবই দুঃখজনক।

এই রাস্তায় চলাচলকারী ইজিবাইকের খুবই বাজে অবস্থা বলে জানান ভুক্তভোগীরা। ইজিবাইক, টমটম ড্রাইভারদের নেই কোন প্রশিক্ষণ, নেই ড্রাইভিং লাইলেন্স যার কারণে শৃঙ্খলা মেনে চলার জন্য তাদের মধ্যে বিন্দুমাত্র আগ্রহ নেই।

এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন সুনির্দিষ্ট ট্রাফিক ব্যবস্থাপনা নেই বলে টমটম আর ইজিবাইক চালকরা নিজেদের ইচ্ছেমতো গাড়ি চালায়, তারা কোন নিয়মনীতির তোয়াক্কা করেনা। এলাকাবাসী দাবি জানিয়ে বলেন এই গুরুত্বপূর্ণ রাস্তায় স্থায়ীভাবে ট্রাফিকের ব্যবস্থা করলেই রাস্তাটি সম্পূর্ণ যানজটমুক্ত হয়ে যায়। এতে আমাদের দুর্ভোগ লাগব হবে এবং সময় বাঁচবে বলে জানান ভুক্তভোগীরা।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com