মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:০১ অপরাহ্ন
শাহজাহান আলী, কুড়িগ্রামঃ কুড়িগ্রামের উলিপুরে ( চাইল্ড, নট ব্রাইড প্রজেক্ট, আর, ডি, আর,এস) এ-র আয়োজনে এবং এন,আর,কে – টেলিথন ও প্লান ইন্টার ন্যাশনাল বাংলাদেশ এ-র আর্থিক ও কারিগরি সহযোগিতায় ধরনীবাড়ি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে সোমবার ২০ জানুয়ারি বেলা ১১টায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি ধরনীবাড়ি ইউনিয়ন চেয়ারম্যান এরশাদুল হকের সভাপতিত্বে ও দীপু বর্মন (চাইল্ড, নট-ব্রাইড প্রজেক্ট,) এ-র সন্ঞ্চালনায় পরিচালিত হয়। এ-ই সমন্বয় সভার মূল আলোচ্য ছিল পরিবার পরিকল্পনা ও কমিউনিটি ক্লিনিক গুলোতে কিশোরীদের সর্বোত্তম স্বাস্থ্য সেবা নিশ্চিত করন, বাল্যবিবাহ রোধ,কিশোরীদের বয়ঃসন্ধিকাল, যৌন-প্রজনন স্বাস্থ্য সচেতনতা সম্পর্কিত আলোচনা। এ-ই মতবিনিময় ও সমন্বয় সভায় দিকনির্দেশনা মুলক বক্তব্য রাখেন ধরণীবাড়ি ইউনিয়ন চেয়ারম্যান এরশাদুল হক, ধরনীবাড়ি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র কর্মকর্তা উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আমিনুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন মাহবুবা আরেফিন CHCP, শামীমা নাসরিন মুক্তা CHCP, বানেচা বেগম CHCP, শিরিন আক্তার FWA, শাহনাজ পারভীন FWA, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষিকা, ছাত্রী, স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য।