সোনারগাঁয়ে পুলিশের অভিযানে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
- Update Time : 06:03:42 am, Monday, 20 January 2025
- / 358 Time View
শেখ নিয়াজ মোহাম্মদ, বিশেষ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারাগাঁয়ে আট কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (১৯ জানুয়ারি) ভোরে মেঘনা টোল প্লাজা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।এ সময় মাদকদ্রব্য বহনকারী একটি পিক-আপ জব্দ করাহয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, অপু মিয়া (৩৪) ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা গোপীনাথপুর ইউনিয়নের গুণপাড়া এলাকার মৃত আবুল কাশেমের ছেলে, ও স্বপন মিয়া (২৫) একই জেলা ও থানার রিনাকড়ি ইউনিয়নের ছয়দাবাজ এলাকার আব্দুল কাদিরের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ বারী জানায়, মেঘনা টোল প্লাজার সামনে গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযান পরিচালনা করা হয়। এসময় গাড়ী তল্লাসি করে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পারে আটককৃতরা দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য গাঁজা ক্রয় বিক্রয় করছিলো। সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য গাঁজা এনে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে।তাদেরকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।






















