শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:২২ অপরাহ্ন

সর্বশেষ :
গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের বিচার করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা নারায়ণগঞ্জের কাঁচপুরে যাত্রীবাহী বাস ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ সমাজ কল্যাণ কমিটির উদ্যোগে সমাধান হলো রাস্তার পানি আগলা চৌকিঘাটা জনমঙ্গল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত সরাইলে ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর টহল দল কর্তৃক ভারতীয় চোরাচালানী প্রায় ১ কোটি ১ লক্ষ টাকার মালামাল আটক পীরগঞ্জে মাথাবিহীন এক মহিলার লাশ উদ্ধার যে ভোটাধিকারের জন্য জীবন দিতে হলো, সেটা এখনো প্রতিষ্ঠিত হয়নি: মামুন মাহমুদ অন্তর্বর্তী সরকারের বিবৃতি: ৩২ নম্বরে ভাঙচুর অনাকাঙ্ক্ষিত শেখ হাসিনাকে থামান, ফের দিল্লিকে ঢাকার বার্তা পীরগঞ্জে আওয়ামীলীগের অফিসসহ ৭টি মুরাল গুঁড়িয়ে দিয়েছে ছাত্র-জনতা

লক্ষ্মীপুরে বালুবাহী ড্রাম ট্রাকের ধাক্কায় নিহত২,গুরুতর আহত২

অহিদ মিয়া,লক্ষীপুরঃ লক্ষ্মীপুর-মজুচৌধুরীহাট সড়কে ড্রাম ট্রাকের ধাক্কায় অটোরিক্সার দুই যাত্রী নিহত ও ২জন গুরুতর আহত হয়েছে।

নিহতরা হচ্ছে, সদর উপজেলার টুমচর এলাকার রফিক উল্যাহর ছেলে আনোয়ার হোসেন(৩৫) ও চররমনীর বাসিন্দা মুরাদ হোসেন(৩২)।

অপরদিকে আজাদ হোসেন(৪৫) এবং অজ্ঞাত অটোরিক্সা চালকসহ ২জন গুরুতর আহত হয়েছে। তাদের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অরুপ পাল। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে মজুচৌধুরীরহাট সড়কের ফিসারী এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মুরাদ হোসেনসহ তিন যাত্রী অটোরিক্সা নিয়ে সদর উপজেলার চররমনী মোহন এলাকার চরআলী আহসান এলাকা থেকে লক্ষ্মীপুর-মজুচৌধুরীহাট সড়কের দিকে আসছিলেন। এসময় অটোরিক্সাটি সড়কে উঠার সাথেই মুজচৌধুরীরহাট থেকে বালুবাহী ড্রাম ট্রাকের ধাক্কায় অটোরিক্সাটি ধুমড়ে-মুচড়ে যায়।

এতে ঘটনাস্থলে মারা যান মুরাদ হোসেন। গুরুতর আহত অটোড্রাইভারসহ ৩জনকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পথে মারা যান আনোয়ার হোসেন নামে আরো একজন। গুরুতর আহত আজাদ হোসেন ও ড্রাইভারকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজাদের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অরুপ পাল। আজাদ হোসেনের মাথায় বড় ধরনের আঘাত লেগেছে। এখন পর্যন্ত কিছুই বলা যাচ্ছেনা।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, প্রতিনিয়ত অবৈধ এসব ড্রাম ট্রাক বন্ধের জন্য মানববন্ধনসহ নানা কর্মসুচি পালন করে আসলেও এখনো তা বন্ধ হচ্ছেনা।

ড্রামে ট্রাকের ধাক্কায় দুইজন মারা যান। এনিয়ে গত ৬ মাসে এই সড়কে ড্রামের ট্রাকের সংর্ঘষ ও চাপায় মারা যান ১০জন। প্রশাসনের পক্ষ থেকে একাধিক অভিযান চালানো হলেও তা মানা হচ্ছেনা বলে অভিযোগ করেন স্থানীয়রা। দ্রুত এসব অবৈধ ড্রাম ট্রাক বন্ধ না হলে সামনে আরো বড় ধরনের দূর্ঘটনার আশংকা রয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুইজনের লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।ঘাতক ড্রাম ট্রাকটি জব্দ করা যায়নি।চালক পলাতক রয়েছে।চালককে ধরতে অভিযান চলছে।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com