শ্রীপুরের দারিয়াপুর দরবার শরীফে ৯২ তম ইছালে ছওয়াব অনুষ্ঠিত
- Update Time : 08:20:43 am, Sunday, 19 January 2025
- / 241 Time View
অমলেন্দু সরকার, জেলা প্রতিনিধি মাগুরাঃ মাগুরা শ্রীপুর উপজেলার দারিয়াপুর দরবার শরীফে ৯২ তম বাৎসরিক ইছালে সওয়াব ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১৮ জানুয়ারি রাত ব্যাপী ,দরবার শরীফের গদ্দীনশীন পীর কেবলা শাহ্ আরিফ বিল্লাহ মিঠুর সার্বিক পরিচালনায় ,পীরজাদা মরহুম তোয়াজ উদ্দিন সাহেব তিনার প্রতিষ্ঠিত,ঐতিহ্যবাহী ইছালে সওয়াব ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় মাহফিল পরিদর্শন করেন,বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী এ্যাড,বাবু নিতাই রায় চৌধুরী,বিশিষ্ট ইসলামী ছড়াকার অত্র দরবার শরীফের পীরজাদা আবু সালেহ ,মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মনোয়ার হোসেন খান ,মাগুরা জেলা বিএনপির যুগ্ন আহবায়ক, আহসান হাবিব কিশোর , সাবেক উপজেলা চেয়ারম্যান বদরুল আলম হিরো , আমির ইসরায়াতে ইসলাম কমিটি ও কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট জমিয়তে ফুরফুরা শরীফ বাংলাদেশ শাহ আবু তালহা মোঃ মুস্তাইন বিল্লাহ।শ্রীপুর উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক, মুন্সি রেজাউল করিম,ব্যারিস্টার সাদিয়া আরমান,
মূল্যবান বয়ান পেশ করেন ফুরফুরা শরীফের বিশিষ্ট আলেম সহ দেশ বরেণ্য আলেমগন।
ফজরের আযানের আগে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে মাহফিল শেষ হয়।
মাহফিলে প্রতি বছরের ন্যায় এবারও বিকাল থেকে রাতভর কয়েক লক্ষ মানুষের ঢল নামতে দেখা যায়-এছাড়াও মাহফিলকে ঘিরে হরেক রকমের দোকানপাটে রমরমা বেচাকেনা করতেও দেখা যায়।





















