বন্দরে ট্রাকের ধাক্কায় অটোরিক্সা চালক নিহত,আহত তিন
- Update Time : 09:43:04 am, Sunday, 19 January 2025
- / 132 Time View
শেখ নিয়াজ মোহাম্মদ, বিশেষ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে সড়ক দুর্ঘটনায় মোঃ আসাদ নামে এক অটোরিক্সা চালক নিহত হয়েছে ও তিনজন আহত হয়েছে।
রবিবার (১৯ জানুয়ারি) বন্দর উপজেলার মদনপুর বাসস্ট্যান্ড থেকে মদনগঞ্জগামী এক ট্রাকের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত অটো রিক্সা চালক মোঃ আসাদ সে বন্দরের চৌধুরীবাড়ি এলাকার আমীর হোসেনের ছেলে। এসময় আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
এই বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সে সময় নিহতের আত্মীয় স্বজন ও এলাকাবাসী রাস্তা অবরোধ করে বিক্ষোভ মিছিল করছিলো বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আমরা ঘাতক ট্রাকটি আটকের চেষ্টা করছি।












