শনিবার, ১৯ Jul ২০২৫, ০৪:৩৮ পূর্বাহ্ন

সর্বশেষ :
নারায়ণগঞ্জ সদর থানা ১৩ কেজি গাঁজা সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ  নারায়ণগঞ্জ সদর থানা অটো চালকদের কাছ থেকে চাঁদাবাজি,গ্রেফতার করেছে পুলিশ চাঁদাবাজ ভূমিদস্যু ও দখলবাজদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় অভিযোগ করছে ভুক্তভোগী শাহাব উদ্দীন দুই জন চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ ব্রাহ্মণবাড়িয়া সরাইল হাইওয়ে থানার ওসিসহ ৬ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার সেই নান্নু নারায়ণগঞ্জের বন্দর উপজেলা থেকে গ্রে’প্তার নারায়ণগঞ্জ পরিচ্ছন্ন ও সুন্দর  গড়ার জন্য সাবেক কাউন্সিলর সাদরিলের আহবান অধিকাংশ রাজনৈতিক দল বলছে, নির্বাচন পিআর পদ্ধতিতে হবে: নুর বেদখল হওয়া জমি উদ্ধারে পানি উন্নয়ন বোর্ডের অভিযান বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা, নদভীর পিএস গ্রেপ্তার

নতুন ঠিকানায় স্ট্যান্ডার্ড ব্যাংক গোয়ালাবাজার ও বিশ্বনাথ শাখা

ওসমানীনগর প্রতিনিধিঃ অধিকতর উন্নত ও আধুনিক সেবা প্রদানের লক্ষ্যে সম্পূর্ণ শরি’আহভিত্তিক স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি, এর সিলেট জেলার বিশ্বনাথ এসএমই/কৃষিশাখা এবং গোয়ালাবাজার এসএমই/কৃষিশাখা নতুন ঠিকানায় কার্যক্রম শুরু করেছে।

এ উপলক্ষে ১৯ জানুয়ারি রবিবার সংম্লিষ্ট শাখা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে নতুন ঠিকানায় শাখা দুটির কার্যক্রম উদ্বোধন করেন স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল আজিজ। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্যাংকের পরিচালক ও প্রাক্তন ভাইস চেয়ারম্যান গুলজার আহমেদ, ব্যাংকের সিলেট অঞ্চলের প্রধান আবু রাহেদ খন্দকার, অতিরিক্ত পুলিশ সুপার ওসমানীনগর সার্কেল সিলেট আশরাফুজ্জামান পিপিএম।

বিশ্বনাথ শাখায় অনুষ্ঠিত বক্তব্য রাখেন ডাঃ মাহমুদুল মজিদ চৌধুরী, লার্নিং সেন্টারের পরিচালক মইন উদ্দিন, বিশ্বনাথ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জয়নাল উদ্দিন, ব্যবসায়ী শাহনুর হোসেন এবং গোয়ালাবাজার শাখায় বাক্তব্য রাখেন, ব্যবসায়ী আলাউদ্দিন রিপন, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল সালাম শেখ। অনুষ্ঠানে ব্যাংকের বিশ্বনাথ শাখার শাখা প্রধান কামাল আহমদ ও গোয়ালাবাজার শাখার শাখা প্রধান সদানন্দ দেবনাথসহ স্থানীয় শিল্পপতি, ব্যবসায়ী, ব্যাংকের গ্রাহকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, দেশের অর্থনীতিতে ভূমিকা রাখার পাশাপাশি গ্রাহকের আমানত ও প্রবাসীদের দেশে রেমিটেন্স পাঠাতে নিরাপদ মাধ্যম স্ট্যান্ডার্ড ব্যাংক। কর্মসংস্থান সৃষ্টির প্রত্যয়ে ঋণ প্রদানের মাধ্যমে উদ্যোক্তা তৈরীতেও কাজ করেছেন ব্যাংক সংশ্লিষ্টরা। পৃথক শাখা উদ্বোধনের মাধ্যমে গ্রহক সেবার মান আরো বৃদ্ধির পাবে। সভায় ব্যাংকের সমৃদ্ধি কামনা করেন বক্তারা।

উল্লেখ্য, স্ট্যান্ডার্ড ব্যাংকের সিলেট জেলার বিশ্বনাথ এসএমই/কৃষিশাখা তান্নি কমপেক্স (২য় তলা), জগন্নাথপুর রোড, বিশ্বনাথ এবং গোয়ালাবাজার এসএমই/কৃষি শাখা কাহের ম্যানশন শপিং কমপেক্স ২য় ও ৩য় আনুষ্ঠানিক ভাবে কার্যক্রম শুরু করেছে।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com