স্পিনিং মিলে আগুন, আহত ৫
- Update Time : 11:23:44 am, Saturday, 18 January 2025
- / 302 Time View
বিশেষ প্রতিনিধিঃ রূপগঞ্জে আল রাজি স্পিনিং মিল নামক একটি ফ্যাক্টরীতে আগুনের ঘটনা ঘটেছে। ওই আগুন নেভাতে গিয়ে কারখানার পাঁচজন শ্রমিক আহত হয়েছেন। আগুনের খবরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় ওই আগুন নিয়ন্ত্রণ করেছে।
শুক্রবার (১৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে জেলার রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার কর্নগোপ এলাকার আল রাজি স্পিনিং মিলে এই আগুনের ঘটনা ঘটে।
আল রাজি স্পিনিং মিলে জেনারেল ম্যানেজার কাজী হাসানুল করিম বলেন, কারখানা চালু অবস্থায় ভেতরে হঠাৎ আগুন জ্বলে উঠে। কিছুক্ষণের মধ্যে তা পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। আগুনের খবর পেয়ে কাঁচপুর ফায়ার সার্ভিস ফ্যাক্টরীতে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভানোর সময় কারখানার পাঁচ শ্রমিক আহত হয়েছেন। তাদের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ম্যানেজারের দাবি, আগুনে কারখানার ভেতরে থাকা সুতা, মেশিনারিজসহ বিভিন্ন মালামাল পুড়ে অন্তত পাঁচ কোটি টাকার ক্ষতি হয়েছে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, প্রাথমিকভাবে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাৎক্ষণিক ক্ষয়ক্ষতি নির্ণয় করা যায়নি। তদন্তের পর বলা যাবে বিস্তারিত ।













