উলিপুরে “তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে কর্মশালা অনুষ্ঠিত
- Update Time : 07:09:29 am, Thursday, 16 January 2025
- / 163 Time View
শাহজাহান আলী, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে “তারুণ্যের উৎসব উদযাপন” উপলক্ষে “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কাজী মাহমুদুর রহমান। কর্মশালায় বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী প্রদীপ কুমার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হারুন অর রশিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই, উলিপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়ালেদা বেগম এবং প্রেসক্লাবের সভাপতি মাওলানা মমতাজুল হাসান করিমী।
কর্মশালায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। শিক্ষার্থীরা ৭টি গ্রুপে বিভক্ত হয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন নিয়ে নিজেদের ভাবনাগুলো লিপিবদ্ধ করেন এবং সেগুলো সবার সামনে উপস্থাপন করেন।
অন্যদিকে, উলিপুর মহারানী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের মধ্যে “তরুণ্যের ভাবনা” নিয়ে একটি বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। শিক্ষার্থীদের উচ্ছ্বসিত অংশগ্রহণে প্রতিযোগিতা প্রাণবন্ত হয়ে ওঠে।


























