Dhaka 11:22 am, Sunday, 28 December 2025

ট্রাম্পের শপথ ঘিরে নিরাপত্তা বলয়ে মোড়া থাকবে ক্যাপিটল হিল

Reporter Name
  • Update Time : 11:55:41 am, Wednesday, 15 January 2025
  • / 182 Time View
৫২

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান উপলক্ষে ওয়াশিংটনজুড়ে নেয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন করা হয়েছে ২৫ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তা। লাখ লাখ দর্শকের জন্য বসানো হয়েছে নিরাপত্তাচৌকি। সোমবার (২০ জানুয়ারি) দেশটির ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প।

জানা গেছে, তার শপথ অনুষ্ঠান ‍উপলক্ষে ওয়াশিংটনে ৩০ মাইল দৈর্ঘ্যের ৭ ফুট উঁচু কালো বেড়া স্থাপন করা হয়েছে। সেই সঙ্গে ২৫ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য ও শত শত দর্শনার্থীর জন্য পর্যাপ্ত সংখ্যক চেকপয়েন্ট স্থাপন করে পুরো শহরটি নজরদারিতে রাখা হয়েছে। এমনকি ওয়াশিংটনের বড় একটি অংশে যান চলাচল বন্ধ রাখা হয়েছে।

শপথ গ্রহণ অনুষ্ঠানটি সোমবার ইউএস ক্যাপিটল ভবনের সিঁড়িতে অনুষ্ঠিত হবে। এটি সেই স্থান যেখানে ২০২১ সালের ৬ জানুয়ারি ট্রাম্পের সমর্থকরা ক্যাপিটল ভবনে হামলা চালিয়েছিলেন।

জানা গেছে, শপথ অনুষ্ঠানের আগে ট্রাম্পের সমর্থকদের সমাবেশ ও বিরোধীদের একাধিক প্রতিবাদ সমাবেশের পরিকল্পনা রয়েছে। সেই সঙ্গে রয়েছে একক হামলার শঙ্কা। এসব কারণেই মূলত এত কঠোর নিরাপত্তার ব্যবস্থা করেছে মার্কিন নিরাপত্তা কর্তৃপক্ষ।

তাছাড়া এবারের নির্বাচনের আগে দুবার হত্যাচেষ্টার শিকার হয়েছেন ট্রাম্প। এমনকি নববর্ষের দিনে যুক্তরাষ্ট্রে দুটি ভয়াবহ হামলা হয়েছে। নিউ অরলিন্সে এক সেনা সদস্যের ট্রাক হামলায় ১৪ জন নিহত হন ও একই দিনে লাস ভেগাসে ট্রাম্প-ব্র্যান্ডেড হোটেলের সামনে এক সেনাসদস্য আত্মঘাতী হামলা চালান।

নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, শপথ অনুষ্ঠানের জন্য কোনো নির্দিষ্ট সমন্বিত হুমকির তথ্য পাওয়া যায়নি। তবে একক হামলার আশঙ্কা রয়েছে। গত সপ্তাহেও এক ব্যক্তিকে চাপাতি নিয়ে ক্যাপিটলে প্রবেশের চেষ্টাকালে আটক করা হয়েছে।

সূত্র: রয়টার্স

 

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ট্রাম্পের শপথ ঘিরে নিরাপত্তা বলয়ে মোড়া থাকবে ক্যাপিটল হিল

Update Time : 11:55:41 am, Wednesday, 15 January 2025
৫২

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান উপলক্ষে ওয়াশিংটনজুড়ে নেয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন করা হয়েছে ২৫ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তা। লাখ লাখ দর্শকের জন্য বসানো হয়েছে নিরাপত্তাচৌকি। সোমবার (২০ জানুয়ারি) দেশটির ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প।

জানা গেছে, তার শপথ অনুষ্ঠান ‍উপলক্ষে ওয়াশিংটনে ৩০ মাইল দৈর্ঘ্যের ৭ ফুট উঁচু কালো বেড়া স্থাপন করা হয়েছে। সেই সঙ্গে ২৫ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য ও শত শত দর্শনার্থীর জন্য পর্যাপ্ত সংখ্যক চেকপয়েন্ট স্থাপন করে পুরো শহরটি নজরদারিতে রাখা হয়েছে। এমনকি ওয়াশিংটনের বড় একটি অংশে যান চলাচল বন্ধ রাখা হয়েছে।

শপথ গ্রহণ অনুষ্ঠানটি সোমবার ইউএস ক্যাপিটল ভবনের সিঁড়িতে অনুষ্ঠিত হবে। এটি সেই স্থান যেখানে ২০২১ সালের ৬ জানুয়ারি ট্রাম্পের সমর্থকরা ক্যাপিটল ভবনে হামলা চালিয়েছিলেন।

জানা গেছে, শপথ অনুষ্ঠানের আগে ট্রাম্পের সমর্থকদের সমাবেশ ও বিরোধীদের একাধিক প্রতিবাদ সমাবেশের পরিকল্পনা রয়েছে। সেই সঙ্গে রয়েছে একক হামলার শঙ্কা। এসব কারণেই মূলত এত কঠোর নিরাপত্তার ব্যবস্থা করেছে মার্কিন নিরাপত্তা কর্তৃপক্ষ।

তাছাড়া এবারের নির্বাচনের আগে দুবার হত্যাচেষ্টার শিকার হয়েছেন ট্রাম্প। এমনকি নববর্ষের দিনে যুক্তরাষ্ট্রে দুটি ভয়াবহ হামলা হয়েছে। নিউ অরলিন্সে এক সেনা সদস্যের ট্রাক হামলায় ১৪ জন নিহত হন ও একই দিনে লাস ভেগাসে ট্রাম্প-ব্র্যান্ডেড হোটেলের সামনে এক সেনাসদস্য আত্মঘাতী হামলা চালান।

নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, শপথ অনুষ্ঠানের জন্য কোনো নির্দিষ্ট সমন্বিত হুমকির তথ্য পাওয়া যায়নি। তবে একক হামলার আশঙ্কা রয়েছে। গত সপ্তাহেও এক ব্যক্তিকে চাপাতি নিয়ে ক্যাপিটলে প্রবেশের চেষ্টাকালে আটক করা হয়েছে।

সূত্র: রয়টার্স