কুকুর পরিচালনা শিখতে বিদেশে যাচ্ছেন ৭ পুলিশসহ ৮ জন
- Update Time : 12:02:39 pm, Wednesday, 15 January 2025
- / 141 Time View
বিশেষ প্রতিনিধিঃ কুকুর পরিচালনা শিখতে ও প্রাক্-জাহাজীকরণের (পিএসআই) সম্ভাব্যতা যাচাইয়ে ইতালি যাচ্ছেন ৭ পুলিশসহ ৮ জন। তাদের মধ্যে পাঁচজনের ১৪-২৭ জানুয়ারি পর্যন্ত ১৪ দিন এবং তিনজনের ৭ দিন দেশটিতে অবস্থানের কথা রয়েছে। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি সরকারি আদেশ (জিও) জারি করেছে।
এদিকে পুলিশ সদর দপ্তর জানায়, বাংলাদেশ পুলিশের ডগ স্কোয়াডের জন্য ইতালি থেকে ১০টি কুকুর কেনার দরপত্রে কার্যাদেশ পেয়েছে তামাম করপোরেশন। প্রতিটি কুকুরের দাম ৯ হাজার ৭২ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১১ লাখ টাকা। এসব কুকুর পরিচালনার জন্য প্রশিক্ষণ নিতে দেশটিতে যাচ্ছেন পুলিশের পাঁচজন। এছাড়া পিএসআই সম্ভাব্যতা যাচাইয়ে যাচ্ছেন পুলিশের দুজন কর্মকর্তা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি। শর্ত অনুযায়ী সব খরচ বহন করবে সরবরাহকারী প্রতিষ্ঠান।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশের তথ্য অনুযায়ী, কুকুর ব্যবস্থাপনা, হ্যান্ডলিং ও প্রশিক্ষণের জন্য ১৪ দিনের জন্য ইতালি যাওয়ার কথা পুলিশের পাঁচজনের। তারা হলেন— ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহকারী কমিশনার ওবাইন, সহকারী পুলিশ সুপার (এএসপি) এম রাকিবুল হাসান ভুইয়া, ডিএমপির নায়েক মো. সালাউদ্দিন প্রধান, কনস্টেবল মজুবুর রহমান ও সুজয় মহন্তা জয়। তাদের ১৪-২৭ জানুয়ারি পর্যন্ত ইতালিতে অবস্থানের কথা আদেশে বলা হয়েছে।


















