বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৮ পূর্বাহ্ন

সর্বশেষ :
   নারায়ণগঞ্জে ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রী ও সন্তানের লাশ উদ্ধার সরাইল রাহমাতুল্লিল আলামীন দাখিল মাদ্রাসার নতুন কমিটি গঠিত মানুষকে হয়রানি মিথ্যা মামলা সহ সাংবাদিক ও প্রশাসনিক কর্মকর্তারা ও এই শহীদ থেকে রেহাই পাইনি নারায়ণগঞ্জের আড়াইহাজারের শীর্ষ সন্ত্রাসী শুটার মাসুদ বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার  সরাইলের বিএনপির মানবতার নেতা ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী শিপন, সরাইলের বিদ্যুৎ নিয়ে শোনালেন আশার বাণী বিগত সরকারের আমলে ডিআইজি হাবিব এর সহযোগী এই শহীদ নারায়ণগঞ্জের রূপগঞ্জে পাঁচজন শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার  বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর শুভ জম্মদিন পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে নারায়ণগঞ্জে  জশনে জুলুস র‍্যালী বের হয় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাচঁপুরে গ্যাস লিকেজ থেকে আগুনে বিস্ফোরণ, শিশুসহ একই পরিবারের দগ্ধ ৫ নারাায়ণগঞ্জের রূপগঞ্জে বাবু হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড ১৭ জনের যাবজ্জীবন

শাহরুখের সঙ্গে গভীর সম্পর্কের অজানা গল্প জানালেন মনীষা

বিনোদন ডেস্কঃ বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মনীষা কৈরালাকে ৯০ দশকের অন্যতম সফল অভিনেত্রী বলা যায়। তিনি ১৯৯১ সালে সওদাগর সিনেমার মাধ্যমে তার বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন এবং তখন থেকে তিনি অপ্রতিরোধ্য ছিলেন। তারপর থেকে অনেক সফল সিনেমা উপহার দিয়েছেন এ অভিনেত্রী।

তারা ‌প্রেম লালওয়ানি পরিচালিত ‌‘গুড্ডু’ ছবিতে জুটি হয়ে কাজ করেছিলেন। এরপর ১৯৯৮ সালে ‘দিল সে’ সিনেমায় জুটি হয়ে জনপ্রিয়তা পায় শাহরুখ-মনীষা জুটি। সেই সিনেমা বক্স অফিসে যেমন বাজিমাত করেছিল তেমনি দর্শক-সমালোচকদের প্রশংসাও কুড়িয়েছিল।

সিনেমায় জুটি হিসেবে নিয়মিত না হলেও পর্দার বাইরে ক্যারিয়ারের শুরু থেকেই খুব ভালো বন্ধুত্ব ছিল শাহরুখ ও মনীষার। তা এখনো বহাল। সেই বন্ধুত্বের অনেক অজানা গল্প জানিয়েছেন মনীষা। এই অভিনেত্রী পিঙ্কভিলার সঙ্গে সাক্ষাৎকারে বলেন, ‘শাহরুখ আমার পুরনো বন্ধু। যখন সে তার মাউন্ট মেরি অ্যাপার্টমেন্টে থাকত তখন থেকেই আমাদের ভালো সম্পর্ক। আমরা একসঙ্গে চাটাইয়ে বসে আড্ডা দিতাম। বন্ধুত্বগুলো উপভোগ করতাম।’

ফসিলস ব্যান্ডের প্রাক্তন সদস্যের রহস্যজনক মৃত্যুফসিলস ব্যান্ডের প্রাক্তন সদস্যের রহস্যজনক মৃত্যু
তিনি আরও বলেন, ‘যদিও সিনেমা করতে আমি শাহরুখের এক বা দুই বছর আগে মুম্বাইয়ে এসেছিলাম, কিন্তু আমাদের বন্ধুত্ব অনেক জমজমাট ছিল। শাহরুখ ছিল প্রথম ব্যক্তি যে আমাকে মুম্বাইয়ে বাড়ি কেনার পরামর্শ দিয়েছিল। সে বলেছিল, ‘মানীষা, আমরা দুজনেই বাইরে থেকে এসেছি। কিন্তু মুম্বাইয়ে থাকতে হলে তোমার একটা নিজের জায়গা দরকার। এতে মনে হবে তুমি তোমার বাড়িতেই আছো।’

এছাড়া মনীষা অভিনেত্রী রেখার সঙ্গেও তার বন্ধুত্বের কথা স্মরণ করেন। তিনি বলেন, ‘রেখাজি’র সঙ্গে আমার বন্ধুত্ব গড়ে উঠেছিল বেশ পরে। প্রথমে আমি তার কাছে তেমন আন্তরিক হতে পারছিলাম না। কিন্তু পরে যখন ঘনিষ্টতা বাড়লো দেখলাম তিনি খুবই আন্তরিক খোলামেলা স্বভাবের মানুষ। আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম তার প্রতি।’

তিনি আরও জানান, রেখার মধ্যে অনেক জ্ঞান, ব্যক্তিত্ব, শিল্পীসত্ত্বা, বুদ্ধিমত্তা, সহানুভূতি এবং সৌন্দর্য রয়েছে। তিনি বলিউডের এক অমীমাংসিত ও অনন্য প্রতিভা। তার কাছাকাছি থাকার মধ্যে মনের ভেতরে দারুণ আনন্দ কাজ করে।’

‘আমি প্রথমবার যখন রেখাজি’কে মেকআপ ছাড়া দেখেছিলাম তার সৌন্দর্যে মুগ্ধ হয়েছিলাম। তিনি যেভাবে তার আসল সৌন্দর্যকে প্রকাশ করেছিলেন, সেটা সত্যিই অসাধারণ ছিল’- যোগ করেন মনীষা।

বর্তমানে বেশ কিছু কাজে যুক্ত হতে চলেছেন মনীষা। ক্যান্সার জয় করে ফেরা এই চিরকুমারী অভিনেত্রী অভিনয়ের সঙ্গেই আমৃত্যু থেকে যেতে চান বলে জানান।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com