সোমবার, ১৪ Jul ২০২৫, ০৪:৩২ পূর্বাহ্ন

সর্বশেষ :
নারায়ণগঞ্জ পরিচ্ছন্ন ও সুন্দর  গড়ার জন্য সাবেক কাউন্সিলর সাদরিলের আহবান অধিকাংশ রাজনৈতিক দল বলছে, নির্বাচন পিআর পদ্ধতিতে হবে: নুর বেদখল হওয়া জমি উদ্ধারে পানি উন্নয়ন বোর্ডের অভিযান বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা, নদভীর পিএস গ্রেপ্তার সরাইলে নির্দেশ আমান্য করে সরকারি জায়গায় পাকা স্থাপনা  নির্মাণ  নারায়ণগঞ্জ ফতুল্লায় শিল্প প্রতিষ্ঠানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও আই ওয়াশ ফতুল্লায় ধর্ষণের ভিডিও ভাইরালের হুমকি, গ্রেফতার ৪ সরাইল জনস্বাস্থ্য অফিসে দরখাস্তের কোন মূল্যই নেই,৬০/৭০ হাজার টাকা দিলেই পাওয়া যায় টিউবওয়েল চসিকের প্রধান নির্বাহীকে অপসারণের দাবিতে বিক্ষোভ চট্টগ্রামেও হচ্ছে থেমে থেমে বৃষ্টিপাত,২৪ ঘণ্টায় ১৫৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড

হাজিরপাড়া চরমোহাম্মদপুর ইসলামিক সেন্টারের উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

মো. অহিদ মিয়া, লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিরপাড়া চরমোহাম্মদপুর ইসলামিক সেন্টারের উদ্যোগে ৫ম তম তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে ইসলামিক সেন্টার কাজির দিঘীরপাড় ঈদগাহ ময়দান এই মাহফিলের আয়োজন করা হয়।

তাফসীরুল কুরআন মাহফিলে সভাপতিত্বে করেন, চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী, হাফেজ মাঈন উদ্দিন জামে মসজিদের সভাপতি ও হাজিরপাড়া চরমোহাম্মদপুর ইসলামিক সেন্টার সহ-সভাপতি আলহাজ্ব কামাল উদ্দিন।

তাফসীর করেন, লক্ষ্মীপুর দারুল উলুম কামিল মাদ্রাসা উপাধ্যক্ষ হযরত মাওলানা ইসমাইল হোসেন, খলিফার হাট হামিদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা নাজমুল ইসলাম শামীম, চন্দ্রগঞ্জ কারামতিয়া কামিল মাদ্রাসার আরবী প্রভাষক আলহাজ্ব হযরত মাওলানা হাফেজ ইব্রাহীম খলীল, হাজিরপাড়া মোহাম্মদিয়া (সাঃ) দাখিল মাদ্রাসার সুপার ও হাজিরপাড়া বাজার জামে মসজিদের খতিব হযরত মাওলানা নূরুল আমিন,রাজগঞ্জ ফাজিল মাদ্রাসার প্রভাষক ও চরমোহাম্মদপুর বড় বাড়ী জামে মসজিদ খতিব হাফেজ মাওলানা জামাল উদ্দিন, পাঁচবাড়ি জামে মসজিদ সাবেক খতিব, হযরত মাওলানা শিহাব উদ্দিন, চরমোহাম্মদপুর হাফেজ মাঈন উদ্দিন জামে মসজিদের খতিব হযরত মাওলানা হাফেজ আল-মামুন, কাজীর দিঘীরপাড় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আক্তার হোসেন, পাঁচবাড়ি জামে মসজিদের খতিব হযরত মাওলানা জাকির হোসেন প্রমূখ।

তাফসীরুল কুরআন মাহফিলে সার্বিক সহযোগিতায় চরমোহাম্মদপুর পাঁচ সমাজের ঈমাম মুয়াজ্জিন ও মুসল্লিগণ।মহফিল শেষে হাফেজ ছাত্রদের মাঝে পাগড়ী ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

শনিবার- সকাল ৮টা মহিলা মাহফিলে তাফসির করেন, খলিফার হাট হামিদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ হজরত মাওলানা নাজমুল ইসলাম, চন্দ্রগঞ্জ কারামতিয়া কামিল মাদ্রাসার আরবী প্রভাষক আলহাজ্ব হযরত মাওলানা হাফেজ ইব্রাহীম খলীল।প্রতিষ্ঠানে নূরানী প্লে থেকে তৃতীয়, ইবতেদায়ী ৪র্থ থেকে দাখিল ৯ম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে।

মাহফিলের আয়োজকরা জানান, দেশে অনেক যুবক গান-বাজনা এবং বিভিন্ন অশ্লীলতার আয়োজন করে থাকে। তবে আমরা এলাকাবাসীর সহযোগিতায় প্রতিবছর এই তাফসীরুল কুরআন মাহফিল আয়োজনের মাধ্যমে মানুষের ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে চাই। এই মহৎ উদ্যোগের মাধ্যমে এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া পড়েছে এবং ধর্মীয় জ্ঞানচর্চায় আগ্রহ বেড়েছে।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com