Dhaka 6:58 am, Sunday, 23 November 2025

নয়ামাটিতে দেখা মিললো ডিশ বাবুর

  • Reporter Name
  • Update Time : 10:44:10 am, Saturday, 11 January 2025
  • 160 Time View

বিশেষ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ শহরে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে অস্ত্র হাতে দাপিয়ে বেড়ানো সাবেক কাউন্সিলর আব্দুল করিম বাবু ওরফে ডিশ বাবু। সম্প্রতি সে নারায়ণগঞ্জ থেকে পালিয়ে মুন্সিগঞ্জে অবস্থান করছে এমন সংবাদ প্রকাশিত হলেও দুদিন আগে তাকে নারায়ণগঞ্জ শহরেই দেখতে পেয়েছে স্থানীয়রা। একাধিক মামলার আসামী হওয়া স্বত্বেও তাকে প্রকাশ্যে দেখায় উদ্বেগ প্রকাশ করেছেন সাধারণ মানুষ।

একাধিক প্রত্যক্ষদর্শী জানিয়েছে, মঙ্গলবার ৭ জানুয়ারী সকাল ১১ টায় শহরের নয়ামাটি এলাকায় দেখা মিলেছে সাবেক কাউন্সিলর ও একাধিক মামলার আসামী বাবুকে। এসময় তাকে অনেকটা স্বাভাবিকভাবেই চলাফেরা করতে দেখা গেছে। পরিচিতদের দেখে এড়িয়ে যাবার চেষ্টা করেননি মোটেও। তবে বেশীক্ষণ তাকে সেখানে থাকতে দেখা যায়নি। নিজের কাজ শেষে স্থান ত্যাগ করেন তিনি। তবে ঠিক কি কাজে নয়ামাটি এলাকায় এসেছিলেন তা স্পষ্ট করে জানাতে পারেনি কেউ। কাউন্সিলর বাবু শামীম ওসমানের ঘনিষ্ট সহযোগীদের মধ্যে একজন। নারায়ণগঞ্জ শহর সহ শহরের আশেপাশের এলাকায় ডিশ ক্যাবলের নিয়ন্ত্রণ রাখতো বাবু। এমনকি দেশের স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের মালিকেরা তার কাছে জিম্মি থাকতো। তিনি চাইলেই তার নিয়ন্ত্রণে থাকা ডিশ লাইনে যেকোন টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ রাখতেন। যার ফলে জিম্মি থাকতো সবাই। ডিশ ক্যাবলের পাশাপাশি গত কয়েক বছর ধরে ইন্টারনেট ক্যাবলেও থাবা বসিয়েছিলেন। ডিশ ব্যবসার পাশাপাশি তার নিজ ওয়ার্ড ও আশেপাশের এলাকায় অবৈধ ব্যবসা চালনোর অভিযোগ রয়েছে। বিশেষ করে মাদক, অবৈধ অস্ত্র, জমি দখল, বিভিন্ন বিচার সালিস সহ নানান পন্থায় শত কোটি টাকার মালিক হয়েছে বাবু। তার ছেলে চলাফেরা করতো আরব শেখ বা প্রিন্সদের আদলে। বাবু নিজে অর্থের শো অফ না করলেও তার ছেলে ঠিকই বাবার অর্থ বিত্ত প্রদর্শন করতো প্রতিনিয়ত। আলিশান গাড়িতে চলাফেরা থেকে শুরু করে সবকিছুতেই ছিলো সম্পত্তি আর ক্ষমতা প্রদর্শনের নজির।

সবশেষ ছাত্র জনতার আন্দোলন দমনে সড়কে অস্ত্র হাতে মহড়া দেয় ও গুলি ছোড়ে বাবু ও তার অনুসারীরা। আন্দোলনের মাঝামাঝি সময়ে কিছুটা শান্ত পরিস্থিতিতে আসাদুজ্জামান খান কামাল নারায়ণগঞ্জ পরিদর্শনে আসেন। সেসময় নগর ভবনে আন্দোলন দমনে নিজের স্তুতি তুলে ধরে বাবু। এমনকি শামীম ওসমানের সুনাম গেয়ে বলেন, আমার নেতা (শামীম ওসমান) মাঠে নেমেছিল বলে এগুলো রক্ষা পেয়েছে। আমরা শক্তভাবে না নামলে সব ধ্বংস হয়ে যেত। আওয়ামী লীগ সরকারের পতনের পর একাধিক মামলার আসামী হয়েছে ডিশ বাবু। শহরে ও মুন্সিগঞ্জে প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাকে গ্রেপ্তার বা তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেনি প্রশাসন। পুলিশের এমন উদাসীনতা এবং সন্ত্রাসীদের ঘুরে বেড়াতে দেখে ক্ষুব্ধ প্রতিক্রিয়া তৈরী হয়েছে নগরজুড়ে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Murad Ahmed

Popular Post

ফতুল্লা থানা পুলিশ ০৯ (নয়) বোতল ফেন্সিডিল সহ ০২ (দুই) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে

নয়ামাটিতে দেখা মিললো ডিশ বাবুর

Update Time : 10:44:10 am, Saturday, 11 January 2025

বিশেষ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ শহরে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে অস্ত্র হাতে দাপিয়ে বেড়ানো সাবেক কাউন্সিলর আব্দুল করিম বাবু ওরফে ডিশ বাবু। সম্প্রতি সে নারায়ণগঞ্জ থেকে পালিয়ে মুন্সিগঞ্জে অবস্থান করছে এমন সংবাদ প্রকাশিত হলেও দুদিন আগে তাকে নারায়ণগঞ্জ শহরেই দেখতে পেয়েছে স্থানীয়রা। একাধিক মামলার আসামী হওয়া স্বত্বেও তাকে প্রকাশ্যে দেখায় উদ্বেগ প্রকাশ করেছেন সাধারণ মানুষ।

একাধিক প্রত্যক্ষদর্শী জানিয়েছে, মঙ্গলবার ৭ জানুয়ারী সকাল ১১ টায় শহরের নয়ামাটি এলাকায় দেখা মিলেছে সাবেক কাউন্সিলর ও একাধিক মামলার আসামী বাবুকে। এসময় তাকে অনেকটা স্বাভাবিকভাবেই চলাফেরা করতে দেখা গেছে। পরিচিতদের দেখে এড়িয়ে যাবার চেষ্টা করেননি মোটেও। তবে বেশীক্ষণ তাকে সেখানে থাকতে দেখা যায়নি। নিজের কাজ শেষে স্থান ত্যাগ করেন তিনি। তবে ঠিক কি কাজে নয়ামাটি এলাকায় এসেছিলেন তা স্পষ্ট করে জানাতে পারেনি কেউ। কাউন্সিলর বাবু শামীম ওসমানের ঘনিষ্ট সহযোগীদের মধ্যে একজন। নারায়ণগঞ্জ শহর সহ শহরের আশেপাশের এলাকায় ডিশ ক্যাবলের নিয়ন্ত্রণ রাখতো বাবু। এমনকি দেশের স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের মালিকেরা তার কাছে জিম্মি থাকতো। তিনি চাইলেই তার নিয়ন্ত্রণে থাকা ডিশ লাইনে যেকোন টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ রাখতেন। যার ফলে জিম্মি থাকতো সবাই। ডিশ ক্যাবলের পাশাপাশি গত কয়েক বছর ধরে ইন্টারনেট ক্যাবলেও থাবা বসিয়েছিলেন। ডিশ ব্যবসার পাশাপাশি তার নিজ ওয়ার্ড ও আশেপাশের এলাকায় অবৈধ ব্যবসা চালনোর অভিযোগ রয়েছে। বিশেষ করে মাদক, অবৈধ অস্ত্র, জমি দখল, বিভিন্ন বিচার সালিস সহ নানান পন্থায় শত কোটি টাকার মালিক হয়েছে বাবু। তার ছেলে চলাফেরা করতো আরব শেখ বা প্রিন্সদের আদলে। বাবু নিজে অর্থের শো অফ না করলেও তার ছেলে ঠিকই বাবার অর্থ বিত্ত প্রদর্শন করতো প্রতিনিয়ত। আলিশান গাড়িতে চলাফেরা থেকে শুরু করে সবকিছুতেই ছিলো সম্পত্তি আর ক্ষমতা প্রদর্শনের নজির।

সবশেষ ছাত্র জনতার আন্দোলন দমনে সড়কে অস্ত্র হাতে মহড়া দেয় ও গুলি ছোড়ে বাবু ও তার অনুসারীরা। আন্দোলনের মাঝামাঝি সময়ে কিছুটা শান্ত পরিস্থিতিতে আসাদুজ্জামান খান কামাল নারায়ণগঞ্জ পরিদর্শনে আসেন। সেসময় নগর ভবনে আন্দোলন দমনে নিজের স্তুতি তুলে ধরে বাবু। এমনকি শামীম ওসমানের সুনাম গেয়ে বলেন, আমার নেতা (শামীম ওসমান) মাঠে নেমেছিল বলে এগুলো রক্ষা পেয়েছে। আমরা শক্তভাবে না নামলে সব ধ্বংস হয়ে যেত। আওয়ামী লীগ সরকারের পতনের পর একাধিক মামলার আসামী হয়েছে ডিশ বাবু। শহরে ও মুন্সিগঞ্জে প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাকে গ্রেপ্তার বা তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেনি প্রশাসন। পুলিশের এমন উদাসীনতা এবং সন্ত্রাসীদের ঘুরে বেড়াতে দেখে ক্ষুব্ধ প্রতিক্রিয়া তৈরী হয়েছে নগরজুড়ে।