Dhaka 12:26 pm, Saturday, 22 November 2025

এবার আসামী ৫৩, অজ্ঞাত ৩০০

  • Reporter Name
  • Update Time : 07:38:32 am, Saturday, 11 January 2025
  • 138 Time View

বিশেষ প্রতিনিধিঃ সিদ্ধিরগঞ্জে সাবেক সংসদ সদস্য সেলিম ওসমান, শামীম ওসমানসহ ৫৩ জনের নাম উল্লেখ করে আরও একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেছে। এ মামলায় অজ্ঞাত আসামী করা হয়েছে আরো ২শত -৩শত জন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীকে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম এই মামলার বিষয়ে বলেন, আবুল হোসেন তালুকদার (৪৬) নামের এক ব্যক্তি মামলার জন্য নারায়ণগঞ্জ আদালতে আবেদন করেন। আদালতের নির্দেশ মতো বুধবার (৮ জানুয়ারি) রাতে মামলাটি দায়ের করা হয়েছে ।

আবুল হোসেন তালুকদার কর্তৃক দায়ের করা অভিযোগে আরো আসামী করা হয়েছে শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমান, মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক শাহ নিজাম, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়াসহ আওয়ামীলীগের অন্যান্য নেতাকর্মীদের ।

জানা গেছে, আওয়ামীলীগ সরকার পতনের আগের রাতে অর্থাৎ ৪ আগস্ট রাত ৮ টার সময় চিটাগাং রোডের ডাচ্ বাংলা ব্যাংকের সামনে ছাত্র-জনতা একত্রিত হয়ে আন্দোলন করছিল। তখন ওই আন্দোলনস্থলে বাদী আবুল হোসেন তালুকদারের ছেলেও উপস্থিতি ছিলেন। সে সময় আন্দোলন দমাতে উক্ত মামলার আসামিরা ঘটনাস্থলে পৌঁছে এলোপাতাড়ি গুলিবর্ষণ করলে বাদীর ছেলে পিঠের বামপাশ ও শরীরে বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হলে তাকে উদ্ধার করে চিকিৎসা দয়ো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Murad Ahmed

Popular Post

ফতুল্লা থানা পুলিশ ০৯ (নয়) বোতল ফেন্সিডিল সহ ০২ (দুই) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে

এবার আসামী ৫৩, অজ্ঞাত ৩০০

Update Time : 07:38:32 am, Saturday, 11 January 2025

বিশেষ প্রতিনিধিঃ সিদ্ধিরগঞ্জে সাবেক সংসদ সদস্য সেলিম ওসমান, শামীম ওসমানসহ ৫৩ জনের নাম উল্লেখ করে আরও একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেছে। এ মামলায় অজ্ঞাত আসামী করা হয়েছে আরো ২শত -৩শত জন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীকে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম এই মামলার বিষয়ে বলেন, আবুল হোসেন তালুকদার (৪৬) নামের এক ব্যক্তি মামলার জন্য নারায়ণগঞ্জ আদালতে আবেদন করেন। আদালতের নির্দেশ মতো বুধবার (৮ জানুয়ারি) রাতে মামলাটি দায়ের করা হয়েছে ।

আবুল হোসেন তালুকদার কর্তৃক দায়ের করা অভিযোগে আরো আসামী করা হয়েছে শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমান, মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক শাহ নিজাম, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়াসহ আওয়ামীলীগের অন্যান্য নেতাকর্মীদের ।

জানা গেছে, আওয়ামীলীগ সরকার পতনের আগের রাতে অর্থাৎ ৪ আগস্ট রাত ৮ টার সময় চিটাগাং রোডের ডাচ্ বাংলা ব্যাংকের সামনে ছাত্র-জনতা একত্রিত হয়ে আন্দোলন করছিল। তখন ওই আন্দোলনস্থলে বাদী আবুল হোসেন তালুকদারের ছেলেও উপস্থিতি ছিলেন। সে সময় আন্দোলন দমাতে উক্ত মামলার আসামিরা ঘটনাস্থলে পৌঁছে এলোপাতাড়ি গুলিবর্ষণ করলে বাদীর ছেলে পিঠের বামপাশ ও শরীরে বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হলে তাকে উদ্ধার করে চিকিৎসা দয়ো হয়।