বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১১:৪৭ পূর্বাহ্ন

সর্বশেষ :
শাহরুখের সঙ্গে গভীর সম্পর্কের অজানা গল্প জানালেন মনীষা সিদ্ধিরগঞ্জ যুবলীগের সভাপতি মতি ও তার ছেলে গ্রেফতার চীনের রাষ্ট্রদূতের ইয়াও ওয়েনের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক পিএসসির ৬ সদস্যের নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন অন্তর্বর্তী সরকার নিয়ে বিতর্ক থাকতে পারে না: হাইকোর্ট আবারও অব্যাহতি পাওয়া এসআইদের সচিবালয়ের সামনে অবস্থান উলিপুরে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা ২০২৫ কলেরার প্রকোপ কমাতে টিকার কার্যক্রম শুরু,,, দেওয়া হচ্ছে সাড়ে ১৩ লাখ টিকা ওসমানীনগরের নদীতে প্লাস্টিকের বোতল ব্যবহার পরিবেশ হুমকির মুখে নিজে নিজে হাঁটতে পারছেন খালেদা জিয়াঃ ডা. জাহিদ হোসেন

পলাশবাড়ীতে দলিল লেখক সমিতির প্রার্থীতা ঘোষণা ও হিসাব চাওয়ায় বরখাস্তের অভিযোগে সংবাদ সম্মেলন

মিলন মন্ডল,গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার পলাশবাড়ী দলিল লেখক সমিতির সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা ও আয়-ব্যয়ের হিসাব চাওয়ায় সদস্য মাহে আলম সরকারকে বরখাস্তের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ জানুয়ারি) দুপুরে পলাশবাড়ী প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সাংবাদিক সম্মেলনে মাহে আলম সরকার তার লিখিত বক্তব্যে বলেন, আমি পলাশবাড়ী সাব রেজিস্ট্রি অফিসের একজন নিয়মিত দক্ষ লাইসেন্স প্রাপ্ত দলিল লেখক। যাহার লাইসেন্স নং ৩১/১০।

অত্র দলিল লেখক সমিতি ৩ বৎসর মেয়াদী ১১ সদস্য বিশিষ্ট কমিটির মাধ্যমে পরিচালিত হয়। বিগত হাসিনা সরকারের আমলে সাড়ে নয় বৎসর আওয়ামী প্রভাবে গঠিত কমিটির নিকট সাধারণ দলিল লেখকগণ জিম্মি ছিল।

বর্তমান কমিটির সভাপতি সাহেব স্বৈরাচারী হাসিনার আওয়ামীলীগ দলীয় হওয়ার কারণে সভাপতির শুন্য পদে সহ সভাপতিকে ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে নিয়োগ প্রদান করেন।

আমি উক্ত সভাপতি পদপ্রার্থী ঘোষণা করায় এবং সংগঠনের আয়-ব্যয়ের হিসাব চাওয়ায় বর্তমান কমিটি উদ্ভূত পরিস্থিতি তৈরী করেন। তারা আমাকে অন্যায়ভাবে আমার কর্মকে বাধাগ্রস্ত করছেন। আমার মক্কেল এর সামনে আজে বাজে কথা বলে দলিল লিখতে বাধা প্রদান করা হচ্ছে।

এরই ধারাবাহিতায় ২৬ নভেম্বর, ২০২৪ তারিখে আমাকে পলাশবাড়ী দলিল লেখক সমিতির বর্তমান নির্বাচিত সাধারণ সম্পাদক স্বাক্ষরিত একটি কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন।

নোটিশে নির্ধারিত তারিখের মধ্যে জবাব চাহিলে, আমি উক্ত নোটিশের জবাব ০১/১২/২০২৪ ইং তারিখ দাখিল করি। এরপর গত ০৩/১২/২০২৪ ইং তারিখ আমাকে অনির্দিষ্ট কালের জন্য বরখাস্ত করা হয়।

সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, অনিয়মতান্ত্রিকভাবে আমাকে নোটিশ প্রদান করা এবং অনিয়মতান্ত্রিকভাবে অনির্দিষ্ট কালের জন্য বরখাস্ত করা হয়েছে। সংগঠনের গঠনতন্ত্রের কোন ধারা অনুযায়ী আমাকে অব্যহতি প্রদান করেছে তাহার সুষ্ঠু তদন্তসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুবিচার কামনা করেন তিনি।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com