তিন দিনের মধ্যে ফের নারায়ণগঞ্জের ডিসি বদলী
- Update Time : 11:16:32 am, Saturday, 11 January 2025
- / 152 Time View
বিশেষ প্রতিনিধিঃ এ যেন তুঘলকি কারবার ! আশ্চর্য হলেও সত্যি একটি বদলির আদেশ বাতিলের ৩ দিনের মাথায় আবারো নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল হক কে বদলি করা হয়েছে। নারায়ণগঞ্জ থেকে মাহমুদুল হক কে বদলী করে নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ওই তথ্য নিশ্চিত করেছে।
আর এখন নারায়ণগঞ্জের নতুন ডিসি হিসেবে যোগদান করবেন রাজবাড়ি জেলার ডিসি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
গত ৩০ ডিসেম্বর অন্য একটি আদেশে নারায়ণগঞ্জের ডিসি মাহমুদুল হকের বদলি করা হলেও ওই আদেশে নারায়ণগঞ্জের নতুন ডিসি হিসেবে কুষ্টিয়ার ডিসি মো. তৌফিকুর রহমানের যোগদান করার কথা থাকলেও ওই আদেশ। বাতিল করা হয় ।
ওই আদেশের পর গত ৬ নভেম্বর জন প্রশাসন মন্ত্রণালয়ের অপর একটি আদেশে মাহমুদুল হকের বদলির আদেশ বাতিল করে। ফের আজ বৃহস্পতিবার তার বদলির নতুন আদেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
ফলে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) হিসেবে রাজবাড়ীর জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাকে নারায়ণগঞ্জের ডিসি হিসেবে বদলি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
জানা যায়, মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করেছেন। তার জন্ম টাঙ্গাইল জেলায়। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং তার স্ত্রী গৃহিণী। তিনি যুক্তরাজ্যে উচ্চতর ডিগ্রি অর্জন করেন এবং দেশে ফিরে ২০২২ সালে উপ সচিব পদে পদোন্নতি পান।























