বিশেষ প্রতিনিধিঃ বিগত সরকারের আমলে মানুষকে ভয়-ভীতি দেখিয়ে এই ভূমিদস্যু চাঁদাবাজারা কখনো পরিচয় দেয় RAB এর সোর্স কখনো পরিচয় দেয় ডিবির সোর্স কখনো বলে ওসির ক্যাশিয়ার কখনো বলে মুক্তিযুদ্ধার সন্তান কখনো পরিচয় দেয় সাংবাদিক কখনো পরিচয় পুলিশ এদের বিরুদ্ধে একাধিক মামলা থাকার সত্বেও পুলিশ গ্রেপ্তার করছে না আলাউদ্দিন ওরফ কালু, আবু হাসান ওরফে মাসুদ রানা, ভেস্পা রিপন ও তার গ্যাংদেরকে গ্রেফতার করছে না পুলিশ। ভুক্তভোগীদের অভিযোগ অতি দ্রুত তাদেরকে আইনের আওতা না হোক।
কালু, মাসুদ রানা, ভেস্পা রিপন ও তার গ্যাংদেরকে গ্রেফতার করছে না পুলিশ
-
Reporter Name - Update Time : 11:42:06 am, Saturday, 11 January 2025
- 187 Time View

















