কক্সবাজারে গুলিতে খুলনার সাবেক কাউন্সিলর নিহত”
- Update Time : 08:56:51 am, Saturday, 11 January 2025
- / 190 Time View
কোহিনূর আক্তার, কক্সাবাজারঃ কক্সবাজারের সিগাল পয়েন্টে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন খুলনার সাবেক কাউন্সিলর ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গোলাম রব্বানী (৫৫)। বৃহস্পতিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান।
নিহত গোলাম রব্বানী খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এবং খুলনা সিটি কর্পোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের সদ্য সাবেক কাউন্সিলর। তিনি খুলনার দৌলতপুর এলাকার বাসিন্দা গোলাম আকবরের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সিগাল পয়েন্টের কাঠের ব্রিজের কাছে একটি গুলির শব্দ শোনা যায়। এরপর একজন ব্যক্তি মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনাস্থলে উপস্থিত অটোরিকশা চালক আব্দুস সালাম বাবু গুলিবিদ্ধ ব্যক্তিকে উদ্ধার করে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালে পৌঁছানোর পর নিহত ব্যক্তির পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে তার পরিচয় নিশ্চিত করা হয়। তবে, হত্যার কারণ ও দোষীদের বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
ঘটনার পরপরই পুলিশ অভিযানে নেমেছে বলে জানিয়েছেন ওসি ইলিয়াস খান। তিনি বলেন, “আমাদের কয়েকটি টিম দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে। আমরা আশা করছি খুব দ্রুত হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা যাবে।”
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হত্যার পেছনে রাজনৈতিক কোনো কারণ আছে কিনা, তা নিয়েও আলোচনা চলছে। পুলিশ এ বিষয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে।





















