মঙ্গলবার, ১৫ Jul ২০২৫, ০৪:৫৯ পূর্বাহ্ন

সর্বশেষ :
নারায়ণগঞ্জ পরিচ্ছন্ন ও সুন্দর  গড়ার জন্য সাবেক কাউন্সিলর সাদরিলের আহবান অধিকাংশ রাজনৈতিক দল বলছে, নির্বাচন পিআর পদ্ধতিতে হবে: নুর বেদখল হওয়া জমি উদ্ধারে পানি উন্নয়ন বোর্ডের অভিযান বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা, নদভীর পিএস গ্রেপ্তার সরাইলে নির্দেশ আমান্য করে সরকারি জায়গায় পাকা স্থাপনা  নির্মাণ  নারায়ণগঞ্জ ফতুল্লায় শিল্প প্রতিষ্ঠানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও আই ওয়াশ ফতুল্লায় ধর্ষণের ভিডিও ভাইরালের হুমকি, গ্রেফতার ৪ সরাইল জনস্বাস্থ্য অফিসে দরখাস্তের কোন মূল্যই নেই,৬০/৭০ হাজার টাকা দিলেই পাওয়া যায় টিউবওয়েল চসিকের প্রধান নির্বাহীকে অপসারণের দাবিতে বিক্ষোভ চট্টগ্রামেও হচ্ছে থেমে থেমে বৃষ্টিপাত,২৪ ঘণ্টায় ১৫৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড

তালেবান সরকারের সঙ্গে সম্পর্ক বাড়াতে চায় ভারত

আন্তর্জাতিক ডেস্কঃ ভারত তালিবান শাসিত আফগানিস্তানের উন্নয়ন কার্যক্রম প্রকল্পের ব্যাপারে ওই দারিদ্র পীড়িত দেশকে সহযোগিতা করতে বুধবার প্রতিশ্রুতি দিয়েছে। আফগানিস্তান বহু বছর ধরে ধ্বংসাত্মক যুদ্ধ এবং প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন।

এনডিটিভির খবরে বলা হয়, দিল্লির নেতৃত্বে ছিলেন দেশটির পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি।

পক্ষান্তরে তালেবান সরকারের প্রতিনিধি হিসেবে ওই বৈঠকে যোগ দেন ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী মাওলাভি আমির খান মুত্তাকি। কাবুল ও নয়াদিল্লির মধ্যে সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দিয়েছে উভয় পক্ষ।

প্রতিবেদনে বলা হয়, দুই দেশের কর্মকর্তারা মানবিক সহায়তা, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন সহায়তা, খেলাধুলা, সাংস্কৃতিক বন্ধনসহ আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে বেশ জোর দিয়েছেন। এ ছাড়া জাতীয় স্বার্থে যৌথ প্রকল্পের ওপর বেশ জোর দিয়েছেন তারা।

এ ক্ষেত্রে ইরানের চাবাহার বন্দর নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

ভারত-আফগানিস্তানের স্থলসীমান্তের বিষয়ে আলোকপাত করেছেন বিক্রম মিশ্রি। দ্বিপক্ষীয় ওই বৈঠকে কাবুলের স্বাস্থ্যসেবার মান বাড়াতে আরো মানবিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে ভারত। সংশ্লিষ্ট খাতে ওষুধ সরবরাহ এবং শরণার্থীদের পুনর্বাসনের বিষয়টিও তুলে ধরেছে দিল্লি।

আফগান জনগণের জরুরি উন্নয়নমূলক চাহিদা পূরণে সাড়া দেওয়ার জন্য নয়াদিল্লি কাবুলকে তার প্রস্তুতির কথা জানিয়েছে। উন্নয়নমূলক কর্মকাণ্ডের বর্তমান চাহিদার আলোকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে দ্রুতই উন্নয়ন প্রকল্পে জড়িত হওয়ার কথা বিবেচনা করবে ভারত।

আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ভারতের আঞ্চলিক নিরাপত্তা উদ্বেগের প্রতি কাবুলের সংবেদনশীলতার কথা তুলে ধরেন এবং এই বিষয়ে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। অন্যদিকে আফগানিস্তানের জন্য মানবিক সহায়তা এবং বাণিজ্যিক কার্যক্রমকে ত্বরান্বিত করতে চাবাহার বন্দরের ব্যবহারকে উৎসাহিত করার বিষয়েও একমত হয়েছে উভয় দেশ।

 

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com