দিলরুবা বেগমঃ গাজীপুর চন্দ্রা রেঞ্জের আওতায় মৌচাক বিটের অধীন বনভূমি প্রভাবশালী কর্তৃক অবৈধ দখলে ফরেস্টের লোকজন বাধা দেওয়ায় রাত আনুমানিক ৮:৩০ ঘটিকায় স্থানীয় শক্তিশালী সুলতান গ্রুপের এক বিশাল কিশোর গ্যাং সুলতানের নেতৃত্বে অতর্কিত ভাবে ফরেস্ট অফিসে ঢুকে হামলা করে ভাংচুর করিয়াছে বলিয়া ফরেস্ট অফিস ও স্থানীয় সূত্রের বরাতে জানা যায়। বিষয়টির খোজ নিতে ফরেস্ট বিট অফিসে গেলে উল্লেখিত অফিসে কর্মরত স্টাফগন জানিয়েছেন বর্তমানে আমরা খুব আতঙ্কগ্রস্ত অবস্থায় আছি আমাদের জান মালের নিরাপত্তা নিয়ে আমরা খুবই শংকিত আপনারা পারিপার্শ্বিক অবস্থা থেকে বুঝে নিন আমরা রাষ্ট্রীয় সম্পত্তির রক্ষায় দায়িত্ব পালন করতে গিয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। ঘটনার বিষয়টি রাতেই বিট কর্মকর্তা সাইফুল বারী সংশ্লিষ্ট পুলিশ ফাড়ির দায়িত্বরত ইনচার্জ (আই সি) মোঃ মফিদুল ইসলাম কে মুটো ফোনে জানিয়েছেন। এ নিয়ে লিখিত অভিযোগ না করার প্রশ্নে বিট কর্মকর্তা সাইফুল বারী জানিয়েছেন আমরা এ ব্যাপারে খুবই আতঙ্কিত তবে ঊর্ধ্বতন মহলের নির্দেশ পেলেই আমরা অভিযোগ করব। ফরেস্ট অফিস কর্তৃক ভূমির অবস্থান সম্পর্কে জানা যায় বিট অফিসের পূর্ব পাশে কৌচাকুড়ী মৌজা সিএস দাগ ৮৩৪ আরএস দাগ১৭৭৪ এর পাশেই জোত মালিকানা ভূমির দাগ নং সিএস ৮১১ আরএস ১৩৭৯ দাগ ভূমির পরিমাণ ৩ শতক যার ক্রয় সূত্র মালিকানা দাবিদার মৌসুমী আক্তার (সুমী)এর মালিকানা নিয়ে বনের উল্লেখিত দাগের দুই শতক জায়গা নিয়ে দোকান ঘর নির্মাণ কাজ চলমান এরই সূত্র ধরে ফরেস্টের লোকজন বাধা দিতে গেলেই বিকেল বেলায় তর্ক বিতর্ক হলে রাতের বেলায় এই ঘটনা ঘটে বলিয়া স্থানীয় শুক্তির বেড়াতে জানা যায় । এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে ।
বন ভূমি দখলে বাধা দেওয়া ফরেস্ট অফিসে কিশোর গ্যাং এর হামলা
-
Reporter Name - Update Time : 07:12:09 am, Wednesday, 8 January 2025
- 126 Time View

















