বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১২:৪১ অপরাহ্ন

সর্বশেষ :
শাহরুখের সঙ্গে গভীর সম্পর্কের অজানা গল্প জানালেন মনীষা সিদ্ধিরগঞ্জ যুবলীগের সভাপতি মতি ও তার ছেলে গ্রেফতার চীনের রাষ্ট্রদূতের ইয়াও ওয়েনের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক পিএসসির ৬ সদস্যের নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন অন্তর্বর্তী সরকার নিয়ে বিতর্ক থাকতে পারে না: হাইকোর্ট আবারও অব্যাহতি পাওয়া এসআইদের সচিবালয়ের সামনে অবস্থান উলিপুরে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা ২০২৫ কলেরার প্রকোপ কমাতে টিকার কার্যক্রম শুরু,,, দেওয়া হচ্ছে সাড়ে ১৩ লাখ টিকা ওসমানীনগরের নদীতে প্লাস্টিকের বোতল ব্যবহার পরিবেশ হুমকির মুখে নিজে নিজে হাঁটতে পারছেন খালেদা জিয়াঃ ডা. জাহিদ হোসেন

সিদ্ধিরগঞ্জে শামীম ওসমানসহ ১৫৬ জনের নামে হত্যাচেষ্টা মামলা

সাহাব উদ্দীন,বিশেষ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমান ও সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর মতিউর রহমান মতিসহ ১৫৬ জনের নামে হত্যাচেষ্টা মামলা হয়েছে।

সোমবার (৬ জানুয়ারি) বিকেলে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহীনূর আলম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ২৬ ডিসেম্বর নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: নূর মহসিনের আদালতে মামলাটি দায়ের করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত মো: সাব্বির। আদালত মামলাটি আমলে নিয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, মো: সাব্বির গত বছরের ২৫ জুলাই দুপুর ২টায় সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোডে শান্তিপূর্ণ মিছিল চলাকালীন সময়ে শামীম ওসমানের নির্দেশে তাদের দলীয় সন্ত্রাসীরা তাকেসহ ছাত্র-জনতার ওপর হামলা শুরু করে। কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টির পর ছাত্র-জনতাকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি গুলি ছোঁড়ে। এ ঘটনায় কয়েকজন ছাত্র-ছাত্রী ও নিরীহ জনতা গুলিবিদ্ধ হন। এর একপর্যায়ে মামলার সাব্বিরের পিঠে গুলিবিদ্ধ হয়ে মাটিয়ে লুটিয়ে পড়েন। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে অভিযুক্তরা তাকে মৃত ভেবে ফেলে যায়। পরে স্থানীয় লোকজন ও মিছিলে থাকা লোকজন সাব্বিরকে উদ্ধার করে নারায়ণঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন।

উল্লেখ্য, মামলার বাদী মো: সাব্বির নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়নের দেলপাড়া গোবিন্দপুর এলাকার বাসিন্দা।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com