বিশেষ প্রতিনিধিঃ বিগত সরকারের আমলে তারা পুলিশ ও ডিবি ও র্যাবের ভয়-ভীতি দেখে নানা ধরনের অপকর্ম চালিয়ে যাচ্ছেন, জানাজায় এইসব ভূমিদস্যুরা চাষাড়া থেকে সাইনবোর্ডের প্রতিটা এলাকায় এসব অপকর্ম এখনো ও চালিয়ে যাচ্ছে সরকারি জমি দখল ও সাধারণ মানুষের সাথে প্রতারণা করে যাচ্ছে এখনো এবং নিরীহ মানুষদের উপর মামলা দিয়েছেন এই ভূমিদস্যুরা এ ব্যাপারে পুলিশকে জানাইলে কোন সুরাহা মেলেনা এমত অবস্থায় নারায়ণগঞ্জে আতঙ্ক বিরাজ করছে তাই অতি দ্রুত এসব চক্রকে প্রতিহত করার দাবি জানাচ্ছে সাধারণ মানুষ এই ভূমিদস্যু চাঁদাবাজদের সেল্টার দাতা আলাউদ্দিন ওরফে কালু (১)আলাউদ্দিন ওরফে কালু (২)আবু হাসান ওরফে মাসুদ রানা (৩) ভেস্পা রিফন সহ তার গেংরা। এরা কখনো নিজেকে দাবি করেন পুলিশ, কখনো দাবি করেন সাংবাদিক, কখনো দাবী করেন মুক্তিযোদ্ধার সন্তান, কখনো দাবি করেন পুলিশের সোর্স।
ভূমিদস্যু ও চাঁদাবাজদের অত্যাচার অতিষ্ঠ নারায়ণগঞ্জ বাসি
-
Reporter Name - Update Time : 11:44:56 am, Monday, 6 January 2025
- 159 Time View

















