Dhaka 5:29 am, Tuesday, 27 January 2026

মুখ বন্ধ রাখতে নারীকে ট্রাম্পের ঘুষ, মামলার রায় ১০ জানুয়ারি

Reporter Name
  • Update Time : 07:30:39 am, Saturday, 4 January 2025
  • / 196 Time View
৬৫

আন্তর্জাতিক ডেস্কঃ দ্বিতীয়বার মার্কিন মসনদে বসতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। আগামী ২০ জানুয়ারি দেশের ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন তিনি৷ তার ঠিক ১০ দিন আগে অর্থাৎ ১০ জানুয়ারি পর্ন তারকাকে ঘুষ দেওয়ার মামলায় তাঁর সাজা ঘোষণা করতে চলেছে মার্কিন আদালত। অবশ্য়, কারাদণ্ডের কোনও সম্ভাবনা নেই হবু প্রেসিডেন্টের৷যুক্তরাষ্ট্রে ক্ষমতা গ্রহণের আগে একজন প্রেসিডেন্টের বিরুদ্ধে আদালতে মামলার রায় বিরল ঘটনা।

তবে নিউইয়র্কের বিচারক জাস্টিন জুয়ান মারখান ইঙ্গিত দিয়েছেন, নবনির্বাচিত প্রেসিডেন্টকে তিনি কোনো কারাদণ্ড, প্রবেশন অথবা অর্থদণ্ড দেবেন না। এর বদলে তার বিরুদ্ধে ‘বিনাশর্তে মুক্তি’র রায় দেবেন। তবে অপরাধ সংগঠিতের অভিযোগে যে, আদালত তাকে অভিযুক্ত করেছে সে বিষয়টিকে সম্মান জানাতে হবে।

ট্রাম্পের বিরুদ্ধে হওয়া মামলায় স্টর্মি ড্যানিয়েলস অভিযোগ করেন, ২০০৬ সালে নেভাডা অঙ্গরাজ্যে একটি হোটেলে তার সঙ্গে যৌন সম্পর্ক করেন ট্রাম্প। বিষয়টি ধামাচাপা দিতে ব্যক্তিগত আইনজীবীর মাধ্যমে ২০১৬ সালে তাকে ১ লাখ ৩০ হাজার মার্কিন ডলার ঘুষ দেন তিনি। সে সময় ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন করার প্রচারণা চালাচ্ছিলেন। স্টর্মিকে ঘুষ দেওয়ার তথ্যটি নিজের ব্যবসায়িক নথিতেও গোপন করেন ট্রাম্প।

তবে নবনির্বাচিত প্রেসিডেন্ট এসব অভিযোগ সবসময় অস্বীকার করে বলেছেন, জো বাইডেন ও তার প্রশাসন রাজনৈতিক উদ্দেশ্যে তার বিরুদ্ধে মামলা করিয়েছে। দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর এ মামলা তুলে নিতে বিচারকের প্রতি আহ্বান জানিয়েছিলেন তিনি। তবে তার আহ্বান প্রত্যাখ্যান করা হয়।

সূত্র: বিবিসি

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মুখ বন্ধ রাখতে নারীকে ট্রাম্পের ঘুষ, মামলার রায় ১০ জানুয়ারি

Update Time : 07:30:39 am, Saturday, 4 January 2025
৬৫

আন্তর্জাতিক ডেস্কঃ দ্বিতীয়বার মার্কিন মসনদে বসতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। আগামী ২০ জানুয়ারি দেশের ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন তিনি৷ তার ঠিক ১০ দিন আগে অর্থাৎ ১০ জানুয়ারি পর্ন তারকাকে ঘুষ দেওয়ার মামলায় তাঁর সাজা ঘোষণা করতে চলেছে মার্কিন আদালত। অবশ্য়, কারাদণ্ডের কোনও সম্ভাবনা নেই হবু প্রেসিডেন্টের৷যুক্তরাষ্ট্রে ক্ষমতা গ্রহণের আগে একজন প্রেসিডেন্টের বিরুদ্ধে আদালতে মামলার রায় বিরল ঘটনা।

তবে নিউইয়র্কের বিচারক জাস্টিন জুয়ান মারখান ইঙ্গিত দিয়েছেন, নবনির্বাচিত প্রেসিডেন্টকে তিনি কোনো কারাদণ্ড, প্রবেশন অথবা অর্থদণ্ড দেবেন না। এর বদলে তার বিরুদ্ধে ‘বিনাশর্তে মুক্তি’র রায় দেবেন। তবে অপরাধ সংগঠিতের অভিযোগে যে, আদালত তাকে অভিযুক্ত করেছে সে বিষয়টিকে সম্মান জানাতে হবে।

ট্রাম্পের বিরুদ্ধে হওয়া মামলায় স্টর্মি ড্যানিয়েলস অভিযোগ করেন, ২০০৬ সালে নেভাডা অঙ্গরাজ্যে একটি হোটেলে তার সঙ্গে যৌন সম্পর্ক করেন ট্রাম্প। বিষয়টি ধামাচাপা দিতে ব্যক্তিগত আইনজীবীর মাধ্যমে ২০১৬ সালে তাকে ১ লাখ ৩০ হাজার মার্কিন ডলার ঘুষ দেন তিনি। সে সময় ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন করার প্রচারণা চালাচ্ছিলেন। স্টর্মিকে ঘুষ দেওয়ার তথ্যটি নিজের ব্যবসায়িক নথিতেও গোপন করেন ট্রাম্প।

তবে নবনির্বাচিত প্রেসিডেন্ট এসব অভিযোগ সবসময় অস্বীকার করে বলেছেন, জো বাইডেন ও তার প্রশাসন রাজনৈতিক উদ্দেশ্যে তার বিরুদ্ধে মামলা করিয়েছে। দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর এ মামলা তুলে নিতে বিচারকের প্রতি আহ্বান জানিয়েছিলেন তিনি। তবে তার আহ্বান প্রত্যাখ্যান করা হয়।

সূত্র: বিবিসি