মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ১২:০৩ অপরাহ্ন

সর্বশেষ :
শাহরুখের সঙ্গে গভীর সম্পর্কের অজানা গল্প জানালেন মনীষা সিদ্ধিরগঞ্জ যুবলীগের সভাপতি মতি ও তার ছেলে গ্রেফতার চীনের রাষ্ট্রদূতের ইয়াও ওয়েনের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক পিএসসির ৬ সদস্যের নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন অন্তর্বর্তী সরকার নিয়ে বিতর্ক থাকতে পারে না: হাইকোর্ট আবারও অব্যাহতি পাওয়া এসআইদের সচিবালয়ের সামনে অবস্থান উলিপুরে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা ২০২৫ কলেরার প্রকোপ কমাতে টিকার কার্যক্রম শুরু,,, দেওয়া হচ্ছে সাড়ে ১৩ লাখ টিকা ওসমানীনগরের নদীতে প্লাস্টিকের বোতল ব্যবহার পরিবেশ হুমকির মুখে নিজে নিজে হাঁটতে পারছেন খালেদা জিয়াঃ ডা. জাহিদ হোসেন

পীরগঞ্জে শীতার্তদের মাঝে বেসিসের শীতবস্ত্র বিতরণ

হাবিবুর রহমান,পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ আইটি খাতে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ এসোসিয়েশন অব সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর আয়োজনে রংপুরের পীরগঞ্জে প্রায় ১২০০ শীতার্তের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

শনিবার (০৪ জানুয়ারী) দুপুরে বেসিস সহায়ক কমিটির সদস্য (প্রশাসন) ইঞ্জিনিয়ার ইমরুল কায়েস পরাগ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব খাদিজা বেগম।

এ অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠী বেসিসের এই কম্বল পেয়ে অনেকটাই উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
সভাপতির বক্তব্যে ইঞ্জিনিয়ার পরাগ বলেন এ জনপদের জন্য বেসিসের পক্ষ হতে এটি কোন সহায়তা নয় বরং সামান্য উপহার মাত্র যেটি বেসিসের মত একটি দায়িত্বশীল সংগঠন তার সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবেই করছে।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, এই অঞ্চলে চাহিদার তুলনায় সরকারি বরাদ্দ কিছুটা অপ্রতুল সেখানে বেসিসের মত সংগঠনগুলো যেভাবে এগিয়ে এসেছে সেভাবে সমাজের সকল বিত্তবানদের এগিয়ে আসা প্রয়োজন। বর্তমান অন্তর্র্বতীকালীন সরকার যেমন সত্যিকারের সুবিধাভোগীদের সহায়তা পৌছে দিচ্ছেন বেসিসও তেমনি একেবারে খুজে খুজে প্রান্তিক পর্যায়ে এ উপহার পৌছাচ্ছেন। সরকারি-বেসরকারি পর্যায়ে সকলে এগিয়ে আসলে এ অঞ্চলের দুর্ভোগ অনেকটা লাঘব হবে বলে আমরা আশা করি।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রংপুর প্রতিনিধি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাসুম বিল্লাহ, খ্রিস্টান এসোসিয়েশন পীরগঞ্জ এর সেক্রেটারি জুয়েল গোর্কী, পীরগঞ্জ মানব কল্যাণ ফাউন্ডেশন এর সভাপতি মোজাহিদুল ইসলাম, সাংবাদিক মাহমুদুল হাসান, সাংবাদিক আব্দুল করিম, আদিবাসী সংগঠন নেত্রী জোসপিনা কুজুরসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। এ অঞ্চলের ১৫ টি স্পটে প্রায় ১২০০ কম্বল বিতরণ করে সংগঠনটি।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com