অগ্নিশিখা পত্রিকায় কুমিল্লা জেলা প্রতিনিধি হলেন জামালউদ্দিন
- Update Time : 09:10:32 am, Saturday, 4 January 2025
- / 235 Time View
অগ্নিশিখা ডেস্কঃ ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক অগ্নিশিখা পত্রিকার কুমিল্লা জেলা প্রতিনিধি হিসেবে স্থায়ীভাবে নিয়োগ পেয়েছেন জামালউদ্দিন আহমেদ।
গত বুধবার ( ১লা জানুয়ারি) পত্রিকার আরামবাগের কার্যালয়ে সম্পাদক মোর্শেদ আলম জামালউদ্দিন কে পরিচয়পত্র পরিয়ে দেন।
জামালউদ্দিন বলেন, সাংবাদিকতার মতো মহান পেশায় আমাকে নিয়োগ প্রদান করায় কৃতজ্ঞতা জ্ঞাপন করছি অত্র পত্রিকার সম্পাদক মহোদয়ের কাছে। এসময় তিনি আরও বলেন, সাংবাদিকতা হলো সমাজের সকল অন্যায়,অনিয়ম এবং দুর্নীতির সকল তথ্য মানুষের সামনে তুলে ধরা। আমি সবসময় চেষ্টা করবো সত্য তথ্য মানুষের সামনে তুলে ধরার। এজন্য কুমিল্লা জেলায় কর্মরত সাংবাদিক সহকর্মীদের সহযোগিতা কামনা করছি।
প্রসঙ্গত, জামালউদ্দিন গত ১ বছর যাবত অস্থায়ী প্রতিনিধি হিসেবে সততার সহিত এবং সাহসিকতার সাথে কাজ করেছেন। এজন্য তাকে কুমিল্লা জেলা প্রতিনিধি হিসেবে স্থায়ীভাবে নিয়োগ প্রদান করা হয়েছে।

























