Dhaka 6:12 am, Thursday, 29 January 2026

বালসাবাড়ী, মুহিউস সুন্নাহ দারুল উলুম মাদ্রাসার পক্ষ থেকে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল

Reporter Name
  • Update Time : 08:27:27 am, Monday, 30 December 2024
  • / 299 Time View
১৩৩

আল- আমিন সরকার,উল্লাপাড়া প্রতিনিধিঃ উগ্রবাদী সন্ত্রাসী ‘সাদ’ পন্থীদের কর্মকান্ডের বিরুদ্ধে মুহিউস সুন্নাহ দারুল উলুম মাদ্রাসা, বালসাবাড়ী পক্ষ থেকে মানববন্ধন করেন ।

মানববন্ধনে করা ভাষাই হুজুরা বলেন এদের কর্মকান্ডের বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে রুখে দাঁড়াতে হবে। এই দলের কার্যক্রম বাংলার মাটিতে আর চলতে দেয়া যাবে না। এরা সাবেক স্বৈরাচার শেখ হাসিনার মদদপুষ্ট। ইসলাম শান্তির ধর্ম এখানে সন্ত্রাসীদের কোন ঠাঁই নেই। অথচ টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে গত ১৮ ডিসেম্বর ইসলামের নামে উগ্রবাদী সন্ত্রাসী সাদপন্থীরা নৃশংশভাবে আক্রমণ চালিয়ে ইসলামকে কলুষিত করেছে। চার চারজন মানুষ শহীদ হয়েছেন । অসংখ্য মানুষ আহত হয়েছেন। এরমধ্যে কয়েকজনের শারীরিক অবস্থা ভালো নেই।

বক্তারা বলেন, উগ্রবাদী সন্ত্রাসী সাদপন্থীরা শুধু এবছর নয়, ২০১৮ সালের এক ডিসেম্বর ইজতেমা ময়দানে মেহনতরত সাথীদের উপর এমন নারকীয় তাণ্ডব চালিয়েছিল। সে সময় হাজার হাজার সাথী বয়োবৃদ্ধ মুরুব্বী, আলেম ও মাদ্রাসা ছাত্রদের হতাহত করেছিল। কারবালার মতো রক্তের স্রোতে ভিজে গিয়েছিল ইজতেমা ময়দান। তবে, সদ্য বিদায়ী স্বৈরশাসকের সাথে তাদের প্রত্যক্ষ ও পরোক্ষ ঘনিষ্ঠতা রয়েছে। যেকারণে সেই ঘটনার আজও কোন সুষ্ঠু বিচার হয়নি। তাদের এজাতীয় বর্বরতা দেশ-বিদেশের শান্তিপ্রিয় মুসলমানদের কাছে তাবলীগ সম্পর্কে ভুল বার্তা দিচ্ছে। তাই তাবলীগের নামে সাদপন্থীদের এজাতীয় সন্ত্রাসী কর্মকাণ্ড আমাদের বাংলাদেশ কিছুতেই চলতে দেয়া যায় না।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বালসাবাড়ী, মুহিউস সুন্নাহ দারুল উলুম মাদ্রাসার পক্ষ থেকে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল

Update Time : 08:27:27 am, Monday, 30 December 2024
১৩৩

আল- আমিন সরকার,উল্লাপাড়া প্রতিনিধিঃ উগ্রবাদী সন্ত্রাসী ‘সাদ’ পন্থীদের কর্মকান্ডের বিরুদ্ধে মুহিউস সুন্নাহ দারুল উলুম মাদ্রাসা, বালসাবাড়ী পক্ষ থেকে মানববন্ধন করেন ।

মানববন্ধনে করা ভাষাই হুজুরা বলেন এদের কর্মকান্ডের বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে রুখে দাঁড়াতে হবে। এই দলের কার্যক্রম বাংলার মাটিতে আর চলতে দেয়া যাবে না। এরা সাবেক স্বৈরাচার শেখ হাসিনার মদদপুষ্ট। ইসলাম শান্তির ধর্ম এখানে সন্ত্রাসীদের কোন ঠাঁই নেই। অথচ টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে গত ১৮ ডিসেম্বর ইসলামের নামে উগ্রবাদী সন্ত্রাসী সাদপন্থীরা নৃশংশভাবে আক্রমণ চালিয়ে ইসলামকে কলুষিত করেছে। চার চারজন মানুষ শহীদ হয়েছেন । অসংখ্য মানুষ আহত হয়েছেন। এরমধ্যে কয়েকজনের শারীরিক অবস্থা ভালো নেই।

বক্তারা বলেন, উগ্রবাদী সন্ত্রাসী সাদপন্থীরা শুধু এবছর নয়, ২০১৮ সালের এক ডিসেম্বর ইজতেমা ময়দানে মেহনতরত সাথীদের উপর এমন নারকীয় তাণ্ডব চালিয়েছিল। সে সময় হাজার হাজার সাথী বয়োবৃদ্ধ মুরুব্বী, আলেম ও মাদ্রাসা ছাত্রদের হতাহত করেছিল। কারবালার মতো রক্তের স্রোতে ভিজে গিয়েছিল ইজতেমা ময়দান। তবে, সদ্য বিদায়ী স্বৈরশাসকের সাথে তাদের প্রত্যক্ষ ও পরোক্ষ ঘনিষ্ঠতা রয়েছে। যেকারণে সেই ঘটনার আজও কোন সুষ্ঠু বিচার হয়নি। তাদের এজাতীয় বর্বরতা দেশ-বিদেশের শান্তিপ্রিয় মুসলমানদের কাছে তাবলীগ সম্পর্কে ভুল বার্তা দিচ্ছে। তাই তাবলীগের নামে সাদপন্থীদের এজাতীয় সন্ত্রাসী কর্মকাণ্ড আমাদের বাংলাদেশ কিছুতেই চলতে দেয়া যায় না।