উত্তর গাজার সর্বশেষ হাসপাতালের কার্যক্রমও বন্ধ
- Update Time : 06:50:04 am, Saturday, 28 December 2024
- / 154 Time View
আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনের উত্তর গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলায় কামাল আদওয়ান হাসপাতালটির কার্যক্রম বন্ধ হয়ে গেছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) হাসপাতালটি বন্ধ করা ছাড়াও হাসপাতালটির কিছু অংশ আগুন ধরিয়ে দেয় ইসরায়েলি সেনারা। খবর আলজাজিরার।
উত্তর গাজায় প্রায় সব হাসপাতালের কার্যক্রমই বন্ধ রয়েছে। সর্বশেষ কামাল আদওয়ান হাসপাতালেও হামলা চালানোর কারণে এর কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে।
সামাজিক মাধ্যমে এক পোস্টে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, প্রাথমিক প্রতিবেদন থেকে জানা গেছে ইসরায়েলি বাহিনীর অভিযানের সময় কিছু গুরুত্বপূর্ণ বিভাগ মারাত্মকভাবে পুড়ে গেছে এবং ধ্বংস করে দেওয়া হয়েছে।
এদিকে ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে দাবি করেছে যে, অক্টোবরে ইসরায়েলি বাহিনী উত্তর গাজায় বিস্তৃত অভিযান শুরু করার পর থেকে হাসপাতালটি হামাসের মূল ঘাঁটিতে পরিণত হয়েছে এবং সেখানে হামাসের কার্যক্রম চলছিল। এমন অভিযোগ এনেই সেখানে বেসামরিকদের ওপর হামলা চালিয়েছে দখলদার বাহিনী।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ইসরায়েলের হামলার সময় ৬০ জন স্বাস্থ্যকর্মী এবং ২৫ জন গুরুতর রোগী হাসপাতালে অবস্থান করছিল।
জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক সংস্থাটি জানিয়েছে, মাঝারি থেকে গুরুতর অবস্থার রোগীদের বাধ্য হয়ে ধ্বংসপ্রাপ্ত এবং অকার্যকর ইন্দোনেশিয়ান হাসপাতালে সরিয়ে নিতে হয়েছে। এসব রোগীর নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ দেখা দিয়েছে।

























