সোমবার, ১৪ Jul ২০২৫, ০১:৩৭ অপরাহ্ন

সর্বশেষ :
নারায়ণগঞ্জ পরিচ্ছন্ন ও সুন্দর  গড়ার জন্য সাবেক কাউন্সিলর সাদরিলের আহবান অধিকাংশ রাজনৈতিক দল বলছে, নির্বাচন পিআর পদ্ধতিতে হবে: নুর বেদখল হওয়া জমি উদ্ধারে পানি উন্নয়ন বোর্ডের অভিযান বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা, নদভীর পিএস গ্রেপ্তার সরাইলে নির্দেশ আমান্য করে সরকারি জায়গায় পাকা স্থাপনা  নির্মাণ  নারায়ণগঞ্জ ফতুল্লায় শিল্প প্রতিষ্ঠানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও আই ওয়াশ ফতুল্লায় ধর্ষণের ভিডিও ভাইরালের হুমকি, গ্রেফতার ৪ সরাইল জনস্বাস্থ্য অফিসে দরখাস্তের কোন মূল্যই নেই,৬০/৭০ হাজার টাকা দিলেই পাওয়া যায় টিউবওয়েল চসিকের প্রধান নির্বাহীকে অপসারণের দাবিতে বিক্ষোভ চট্টগ্রামেও হচ্ছে থেমে থেমে বৃষ্টিপাত,২৪ ঘণ্টায় ১৫৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড

চন্দ্রগঞ্জ বাজারের বিভিন্ন পয়েন্টে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান

মো. অহিদ মিয়া, লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা’র নির্দেশনায় সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটির তত্বাবধানে চন্দ্রগঞ্জ বাজারের বিভিন্ন পয়েন্টে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ১১টার দিকে চন্দ্রগঞ্জ বাজার পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন চন্দ্রগঞ্জ থানা বিএনপি’র সদস্য সচিব ও চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, চন্দ্রগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটির উপদেষ্টা আনোয়ার হোসেন বাচ্চু।

এ সময় উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি এনায়েত উল্লাহ, সদস্য সচিব সাংবাদিক মোহাম্মদ হাছান, চন্দ্রগঞ্জ ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল হান্নান, সম্মানিত সদস্য এনামুল হক রতন, ইব্রাহিম খলিল, তসলিম খান সুমন, এরশাদ আলম, জসীম উদ্দীন, কামরুল ইসলাম রিপন, মুজাহিদুল ইসলাম, ফারুক হোসেন রাজু।

এছাড়া আরো উপস্থিত ছিলেন, বিএনপি নেতা মনির হোসেন, পারভেজ হোসেন, হারুনুর রশিদসহ অনেকে।

গত ১৮ ডিসেম্বর লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা’র স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে সদর উপজেলার বাজারসহ বিভিন্ন এলাকা পরিস্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে নির্দেশনা প্রদান করেন। এ চিঠি পাওয়ার পর পরই চন্দ্রগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটি এক জরুরী মিটিংয়ের আয়োজন করে পরিস্কার-পরিচ্ছন্নতার বিষয়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com