রাহুল-জাদেজার ব্যাটিংয়ে ফলোঅন এড়িয়েছে ভারত
- Update Time : 11:16:36 am, Tuesday, 17 December 2024
- / 183 Time View
ক্রীড়া ডেস্কঃ ব্রিজবেনে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ৪৪৫ রানের জবাবে নেমে ৪৪ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলেছিল ভারত। টপঅর্ডারদের নাজুক অবস্থা দেখে মনে হয়েছিল ফলোঅনে পড়তে পারে রোহিত শর্মার দল। তবে লোকেশ রাহুল ও রবীন্দ্র জাদেজার লড়াইয়ে শেষ পর্যন্ত ফলোঅন এড়িয়েছে ভারত।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ব্রিজবেনের গাবা স্টেডিয়ামে ৯ উইকেটে ২৫২ রান করে চতুর্থ দিনের খেলা শেষ করেছে ভারত। উইকেটে আছেন আকাশ দিপ ও জাসপ্রিত বুমরাহ। বৃষ্টির বাধায় কয়েকবার খেলা বন্ধ হয়। পরে আলো স্বল্পতার কারণে খেলা আগেই শেষ করতে হয়। এখনও ১৯৩ রানে পিছিয়ে ভারত।
স্বাগতিকদের দেওয়া ৪৪৫ রানের জবাব দিতে নেমে ৪ উইকেটে ৫১ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে সফরকারীরা। দলীয় ২৩ রানে যোগ করতেই আউট হন রোহিত শর্মা। ২৭ বলে ১০ রান করে প্যাট কামিন্সের বলে উইকেটের পেছনে অ্যালেক্স কেরের হাতে ক্যাচ হন ভারতীয় অধিনায়ক।
ষষ্ঠ উইকেটে ৬৭ রানের জুটি করেন লোকেশ রাহুল ও রবীন্দ্র জাদেজা। এটিই প্রথম ইনিংসে ভারতের সবচেয়ে বড় জুটি। ১৩৯ বলে ৮৪ রান করেন রাহুল। দলীয় ১৪৭ রানে অজি স্পিনার নাথান লিয়নের বলে স্টিভ স্মিথের হাতে ধরা পড়েন ভারতীয় এই ওপেনার।
সপ্তম উইকেটে নিতীশ কুমার রেড্ডিকে নিয়ে ৫৩ রানের জুটি করেন জাদেজা। রেড্ডি ৬১ বলে ১৬ রান করে বোল্ড হন কামিন্সের বলে।
দ্রুত বিদায় হন মোহাম্মদ সিরাজ। ১১ বলে ১ রান করে মিচেল স্টার্কের বলে উইকেটের পেছনে কেরের হাতে আটকা পড়েন তিনি। জাদেজা ১২৩ বলে ৭৭ রান করে কামিন্সের শিকার হন।
দশম উইকেটে বুমরাহ ও আকাশ দিপের ৩৯ রানের অপরাজিত জুটিতে বাধা পার হয় ভারত।
অস্ট্রেলিয়ার হয়ে ৪ উইকেট শিকার করেন প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ৩ ও ১টি করে উইকেট নেন জশ হ্যাজেলউড ও নাথান লিয়ন।















