বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০২:৪২ পূর্বাহ্ন
মো: শাহিন চৌধুরী, জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়াঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ জাবেদুর রহমান মহোদয়ের নির্দেশনা ও মোহাম্মদ আবদুল কাদের,অফিসার ইনচার্জ, কসবা থানা ব্রাহ্মনবাড়িয়া এর সার্বিক তত্ত্বাবধানে কসবা থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে এসআই (নিঃ)/ আখতার হোসেন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ ১১ই ডিসেম্বর ২০২৪ খ্রি: রাত্র ৩:৩০ ঘটিকার সময় কসবা থানাধীন ৮নং কুটি ইউপিস্থ কাঠের পুল ব্রাহ্মনবাড়িয়া টু কুমিল্লা রাজ্জাক স্ট্রোরের সামনে পাকা রাস্তার উপর হইতে ৪০ (চল্লিশ) কেজি গাঁজা সহ ১ টি ট্রাক ঢাকা মেট্টো নং-২১-৩১৬২ (ASHOK LEYLAND) উদ্ধার করে।
পলাতক আসামীর নাম ও ঠিকানা:- (১) হানিফ মিয়া (৩০), পিতা- মোঃ বাচ্চু মিয়া, সাং-জাজিসার, ২নং ওয়ার্ড, ইউপি- ৯নং কায়েমপুর, (২) মোঃ ইকরাম হোসেন জনি প্রঃ জনি @ বাবু (৩০), পিতা-মৃত কামাল উদ্দিন, সাং-জাজিসার পশ্চিমপাড়া, ইউপি-কায়েমপুর, (৩) আনোয়ার হোসেন ভূট্টু (৪০), পিতা- আলী হোসেন, সাং-বালুরচর, থানা- সিংগাইর, জেলা-মানিকগঞ্জ। কসবা থানায় মাদকদ্রব্য আইনে মামলার রজু প্রক্রিয়াধীন । আসামি কোর্ট হাজতে সপোর্দ প্রক্রিয়াধীন।