দেশে নবায়নযোগ্য জ্বালানির প্রসারে সরকার অত্যন্ত আন্তরিক
- Update Time : 08:30:19 am, Wednesday, 11 December 2024
- / 153 Time View
অগ্নিশিখা প্রতিবেদকঃ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মো. ফাওজুল কবির খান বলেছেন, দেশে নবায়নযোগ্য জ্বালানির প্রসারে সরকার অত্যন্ত আন্তরিক।
বুধবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ফাউন্ডেশনে বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট (বিডব্লিউজিইডি) আয়োজিত দ্বিতীয় ‘বাংলাদেশ এনার্জি প্রোসপারিটি ২০৫০’ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
জ্বালানি উপদেষ্টা বলেন, বিদ্যুতে আমাদের অনেক সঞ্চালন লাইন রয়েছে। এজন্য নবায়নযোগ্য জ্বালানিতে বড় আকারে যাওয়ার জন্য আমাদের সরকার, পাওয়ার ডিভিশন, অর্থনৈতিকভাবে আমরা প্রস্তুত নই। আগামীতে আমরা (সরকার) জমি দেবো, নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের জন্য। রেলওয়েসহ সরকারি অনেক অব্যবহাহৃত জমি আছে সেগুলো আমরা ব্যবহারের পরিকল্পনা করছি।
তিনি বলেন, বেসরকারি কোম্পানিগুলো এগিয়ে আসছে, তারা ভালো করছে। সোলার বিদ্যুতের ক্ষেত্র ইনভার্টার, ক্যাবলসহ অন্যান্য বিষয়ে গুণগত মান যেন নিশ্চিত থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। সরকার নাবায়নযোগ্য জ্বালানির প্রসারে অত্যন্ত আন্তরিক।
রাজধানীতে শুরু হওয়া এই সম্মেলন (১১-১৩ ডিসেম্বর) তিনদিন চলবে। সম্মেলনে সব মিলিয়ে মোট ১২টি সেশন অনুষ্ঠিত হবে। এতে নবায়নযোগ্য জ্বালানি নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠন, পরিবেশবাদী সংগঠন, জ্বালানি বিশেষজ্ঞ, আইনজীবীসহ বিভিন্ন পেশার মানুষ অংশ নিয়েছেন।
























