মঙ্গলবার, ০১ Jul ২০২৫, ১০:০৭ অপরাহ্ন
বিনোদন ডেস্কঃ বড়দিনের আগেই মুক্তি পাচ্ছে দেব অভিনীত সিনেমা ‘খাদান’। ছবির প্রচারে পুরো পশ্চিমবঙ্গ বাস নিয়ে ঘুরছেন দেব। কিন্তু এর মধ্যে কী এমন ঘটলো যে তিনি তার ভক্তের কাছে ক্ষমা চাইলেন।এরমধ্যে গত ৮ ডিসেম্বর তিনি যান মধ্যমগ্রামে। দেব যে সেখানে যাবেন সেই খবর আগে থেকেই ছিল ভক্তদের কাছে। বেলা গড়াতে না গড়াতেই ভিড় বাড়তে শুরু করে এবং বিপুল জনসমাগম হয়।
এই জনসমাগমের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন মোহনা নামের এক দেবভক্ত। অভিমানী সুরে ক্যাপশনে তিনি লেখেন, স্টারডম থাকা ভালো কিন্তু এরকম দরকার নেই। তুমি দেব না হয়ে অন্য কেউ হতে পারতে, আমি ভালোবাসতাম তোমাকে। এরকম ইভেন্ট করার কি দরকার যেখানে তোমার ভক্তরা ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও তোমাকে দেখতে অবধি পায় না। কাল চার ঘণ্টা দাঁড়িয়ে থেকে হাত-পা কেটে নিয়ে ফিরে এসেছি।
অনুরাগীর এই অভিমান সুপারস্টার বুঝেছেন। তাই তো পোস্টটি শেয়ার করে তিনি লিখেছেন, এর জন্য অত্যন্ত দুঃখিত মোহনা। এর পরেরবার তোমার সঙ্গে দেখা করার আপ্রাণ চেষ্টা করব।
তারকার এমন ব্যবহারে মুগ্ধ অনুরাগীরা। তাদের মতে, এমনটা শুধুই দেবই করতে পারেন। তাই তার জন্য ভক্তদের পরাণ যায় জ্বলিয়া রে।
প্রসঙ্গত, বছরের শুরুতেই ‘খাদান’-এর প্রথম ঝলক প্রকাশ করেছিলেন দেব। ছবিটি মুক্তি পাবে আগামী ২০ ডিসেম্বর। দেব ছাড়াও সুজিত দত্ত পরিচালিত এই ছবিতে রয়েছেন যিশু সেনগুপ্ত, বরখা বিস্ত, ইধিকা পাল, অনির্বাণ চক্রবর্তী, স্নেহা বসু, জন ভট্টাচার্য।