ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নরে আন্তর্জাতিক দুর্নিতি বিরোধী দিবস পালিত
- Update Time : 10:27:04 am, Monday, 9 December 2024
- / 167 Time View
মোঃ শাহিন চৌধুরী, জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়াঃ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন করা হয়েছে।এই উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

আজ সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ থেকে “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা,গড়বে আগামীর শুদ্ধতা ” শ্লোগানে একটি র্যালী বের হয়ে প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ শেষে উপজেলা হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আয়োজিত সভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ হাফেজ মোহাম্মদ শফিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: সাইফুল ইসলাম। বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: জিয়াদুল হক বাবু,স্কাউটস সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ ইমরান খান, সহকারী ফেরদৌস মিয়া ,সিরাজুল ইসলাম, লুতফুর রহমান লিটন, মহিউদ্দিন,সাংবাদিক আশরাফুল ইসলাম লিংকন, রুবেল মিয়া,তাসকিন মোড়ল প্রমুখ। আলোচনা সভা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে এবং সবাই দুর্নীতি মুক্ত থাকার শপথ গ্রহণ করেছে l























