Dhaka 10:54 pm, Saturday, 22 November 2025

কনসার্টে নোবেল না আসায় ভাঙচুর, আটক ৩

  • Reporter Name
  • Update Time : 09:58:16 am, Sunday, 8 December 2024
  • 207 Time View

মো নাফিস হাসনাইন, জেলা প্রতিনিধিঃ দিনাজপুর সরকারি কলেজের ইতিহাস বিভাগের ৩০ বছর পূর্তি উপলক্ষে হওয়া পুনর্মিলনী অনুষ্ঠানে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৩ জনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। শুক্রবার (৭ ডিসেম্বর) রাতে কলেজের মাঠে এ ঘটনা ঘটে।

আটক তিনজন হলেন, দিনাজপুর নবাবগঞ্জ থানার তাসকিন আহমেদ (২৫), কোতয়ালি থানার রুহুল শাহা (২৬) পিতা গোপাল শাহা, ফুলবাড়ি থানার নাসিম বাদশা (১৮)।

দিনাজপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করে বলেন, দিনাজপুর সরকারি কলেজের ইতিহাস বিভাগের ৩০ বছর পূর্তি উপলক্ষে হওয়া পুনর্মিলনী অনুষ্ঠান হয়। এখানে প্রায় ১৫ থেকে ২০ হাজার লোকের সমাগম হয়। অনুষ্ঠানে গায়ক নোবেলের গান পরিবেশনার কথা ছিল। তিনি না আসায় দর্শকরা এক পর্যায়ে ভাঙচুর শুরু করে। পরে সেনাবাহিনীর সহযোগিতায় আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।

দিনাজপুর সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী মো. নাইম দৈনিক দিনকাল কে বলেন, অনুষ্ঠানে সন্ধ্যা ৭ টায় অনুষ্ঠানে গায়ক নোবেল আসার কথা ছিল। দর্শকদের উদ্দেশ্যে আয়োজকরা অতিথি একটু পর আসছে বলতে বলতে রাত সাড়ে দশটা পর্যন্ত নিয়ে যায়। এক সময় দর্শকরা আযোজকদের উদ্দেশ্যে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকে। আয়োজনরা মাইকে এর প্রতিবাদ করলে দর্শনার্থীদের কয়েকজন কিছু চেয়ার ভাঙ্গা শুরু করে। পরে অন্যান্যরাও ভাঙচুর চালাতে থাকে।

ওসি মতিউর রহমান বলেন, বলেন, এ ঘটনায় সাউন্ড বক্স নিয়ে যাওয়ার সময় কলেজের বহিরাগত তিন জনকে আটক করা হয়েছে। তবে এখন পর্যন্ত কেই কোনও অভিযোগ দেয় নি। তাদের ছেড়ে দেয়া হবে।
আমিরুল ইসলাম জেলা প্রতিনিধি দিনাজপুর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Murad Ahmed

Popular Post

ফতুল্লা থানা পুলিশ ০৯ (নয়) বোতল ফেন্সিডিল সহ ০২ (দুই) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে

কনসার্টে নোবেল না আসায় ভাঙচুর, আটক ৩

Update Time : 09:58:16 am, Sunday, 8 December 2024

মো নাফিস হাসনাইন, জেলা প্রতিনিধিঃ দিনাজপুর সরকারি কলেজের ইতিহাস বিভাগের ৩০ বছর পূর্তি উপলক্ষে হওয়া পুনর্মিলনী অনুষ্ঠানে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৩ জনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। শুক্রবার (৭ ডিসেম্বর) রাতে কলেজের মাঠে এ ঘটনা ঘটে।

আটক তিনজন হলেন, দিনাজপুর নবাবগঞ্জ থানার তাসকিন আহমেদ (২৫), কোতয়ালি থানার রুহুল শাহা (২৬) পিতা গোপাল শাহা, ফুলবাড়ি থানার নাসিম বাদশা (১৮)।

দিনাজপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করে বলেন, দিনাজপুর সরকারি কলেজের ইতিহাস বিভাগের ৩০ বছর পূর্তি উপলক্ষে হওয়া পুনর্মিলনী অনুষ্ঠান হয়। এখানে প্রায় ১৫ থেকে ২০ হাজার লোকের সমাগম হয়। অনুষ্ঠানে গায়ক নোবেলের গান পরিবেশনার কথা ছিল। তিনি না আসায় দর্শকরা এক পর্যায়ে ভাঙচুর শুরু করে। পরে সেনাবাহিনীর সহযোগিতায় আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।

দিনাজপুর সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী মো. নাইম দৈনিক দিনকাল কে বলেন, অনুষ্ঠানে সন্ধ্যা ৭ টায় অনুষ্ঠানে গায়ক নোবেল আসার কথা ছিল। দর্শকদের উদ্দেশ্যে আয়োজকরা অতিথি একটু পর আসছে বলতে বলতে রাত সাড়ে দশটা পর্যন্ত নিয়ে যায়। এক সময় দর্শকরা আযোজকদের উদ্দেশ্যে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকে। আয়োজনরা মাইকে এর প্রতিবাদ করলে দর্শনার্থীদের কয়েকজন কিছু চেয়ার ভাঙ্গা শুরু করে। পরে অন্যান্যরাও ভাঙচুর চালাতে থাকে।

ওসি মতিউর রহমান বলেন, বলেন, এ ঘটনায় সাউন্ড বক্স নিয়ে যাওয়ার সময় কলেজের বহিরাগত তিন জনকে আটক করা হয়েছে। তবে এখন পর্যন্ত কেই কোনও অভিযোগ দেয় নি। তাদের ছেড়ে দেয়া হবে।
আমিরুল ইসলাম জেলা প্রতিনিধি দিনাজপুর।