সিনেমা করব না এটা কখনোই বলিনি: কেয়া পায়েল
- Update Time : 09:31:19 am, Saturday, 23 November 2024
- / 225 Time View
বিনোদন ডেস্কঃ‘ইন্দুবালা’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে শোবিজে পথ চলা শুরু অভিনেত্রী কেয়া পায়েলের। ২০১৯ সালে মুক্তি পায় সিনেমাটি। এতে আনিসুর রহমান মিলনের সঙ্গে জুটি বেঁধেছিলেন তিনি। এরপর আর কোনো সিনেমায় দেখা যায়নি তাকে। বর্তমানে নাটকে অভিনয় নিয়ে ব্যস্ত অভিনেত্রী। এবার চলচ্চিত্রে কাজ করা নিয়ে কথা বলেছেন কেয়া।
এ প্রসঙ্গে কেয়া বলেন, ‘নাটকটির গল্প অনেক ভালো। শুটিংয়ে অনেক সময় দিয়েছি যেন কাজটি ভালো হয়। গল্পটিকে যতটা ভালোভাবে ফুটিয়ে তোলা যায় সে চেষ্টাই করা হয়েছে। নাটকটি নিয়ে অনেক বেশি প্রত্যাশা রয়েছে।’
এদিকে ভালোবাসা দিবসকে সামনে রেখে নাটকের ব্যস্ততা বেড়েছে এ অভিনেত্রীর। এছাড়া সিনেমা নিয়েও ভাবনা রয়েছে তার। ২০১৯ সালে ‘ইন্দুবালা’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয়। এরপর আর সিনেমা করেননি। নাটকেই থিতু হয়েছেন। এবার জানালেন সিনেমা করার কথা। কেয়া পায়েল বলেন, ‘সিনেমা করব না এটা কখনোই বলিনি। ভালো গল্প ও চিত্রনাট্য পেলে কাজ করব।’


























