শনিবার, ২৬ Jul ২০২৫, ১১:১৫ অপরাহ্ন

সর্বশেষ :
মামলার বাদির স্বাক্ষর জাল করিয়া কোটে ফাইনাল চার্জ সিট দাখিল ময়মনসিংহ ফুলপুর থানার এস আই সানাউল হকের বিরুদ্ধে অভিযোগ নারায়ণগঞ্জ সোনারগাঁও থানা ৭ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা  সরাইলে বিদ্যুতের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত ১নং খতিয়ানের ভূমি দলীয় ব্যানারে একাধিক স্থাপনা উচ্ছেদ করে নেতার দখল চট্টগ্রামে নকল প্রসাধনী ও শিশু খাদ্য বিক্রি, ১১ প্রতিষ্ঠানকে জরিমানা কর্ণফুলী টানেলের মেইনটেন্যান্স কাজের জন্য ট্রাফিক ডাইভারশন নিখোঁজ সংবাদ সরাইলে সৌদি প্রবাসীর বাড়িতে দরজা ভেঙ্গে চোরি, চোর শনাক্ত হলেও উদ্ধার হয়নি চোরি হওয়া মালামাল দুর্নীতি, চাঁদাবাজি ও মবসন্ত্রাস দমন করার দাবিতে মানববন্ধন নারায়ণগঞ্জ সদর থানা ১৩ কেজি গাঁজা সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ 

তিতুমীরের বারাসাত বিদ্রোহ থেকে ‘বারাসাত ব্যারিকেড’

অগ্নিশিখা প্রতিবেদকঃ সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রুপান্তরে কমিশন গঠনের দাবি আজকের মধ্যে মেনে না নিলে আগামীকাল বুধবার রাজধানীর মহাখালীতে ফের সড়ক ও রেলপথ অবরোধ করার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। এটিকে তারা ‘বারাসাত ব্যারিকেড টু মহাখালী’ বলে উল্লেখ করেছেন। বারাসাত বিদ্রোহ ছিল তিতুমীরের নেতৃত্বে বাঙালিদের পরা শক্তির বিরুদ্ধে প্রথম সফল প্রতিরোধ আন্দোলন। স্থানীয় জমিদারদের শোষণ থেকে কৃষক-প্রজাকে মুক্তির জন্য তিতুমীর যে আন্দোলনের সূত্রপাত করেছিলেন তা ঘটনার পরিক্রমায় বারাসাত বিদ্রোহে পরিণত হয়।

মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে কলেজের প্রধান ফটকে অবস্থান কর্মসূচি থেকে ব্রিফিং করে এ ঘোষণা দেন তারা।

সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রুপান্তরে কমিশন গঠনের দাবি আজকের মধ্যে মেনে না নিলে আগামীকাল বুধবার রাজধানীর মহাখালীতে ফের সড়ক ও রেলপথ অবরোধ করার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। এটিকে তারা ‘বারাসাত ব্যারিকেড টু মহাখালী’ বলে উল্লেখ করেছেন।

বারাসাত বিদ্রোহ ছিল তিতুমীরের নেতৃত্বে বাঙালিদের পরা শক্তির বিরুদ্ধে প্রথম সফল প্রতিরোধ আন্দোলন। স্থানীয় জমিদারদের শোষণ থেকে কৃষক-প্রজাকে মুক্তির জন্য তিতুমীর যে আন্দোলনের সূত্রপাত করেছিলেন তা ঘটনার পরিক্রমায় বারাসাত বিদ্রোহে পরিণত হয়।

বারাসাতের নারকেলবাড়িয়ায় যে বিদ্রোহ তিতুমীরের নেতৃত্বাধীনে হয়েছিল, সেই বিদ্রোহের নামই বারাসাত বিদ্রোহ। এর মাধ্যমে হিন্দু ও মুসলমান নির্বিশেষে সব কৃষকই একাট্টা হয়ে বিদ্রোহ ঘোষণা করে। ফলে, জমিদার ও সরকার বিদ্রোহে শঙ্কিত হয়ে পড়ে। ফলশ্রুতিতে বারাসাত সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট বেশ কিছু দমনমূলক আইন প্রত্যাহার করার পদক্ষেপ নিতে বাধ্য হয়। এ বিদ্রোহের ধারাবাহিকতায় এদেশ থেকে ইংরেজদের বিতাড়িত করার পথ প্রশস্ত হয়।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com