Update Time :
08:18:54 am, Monday, 18 November 2024
175
Time View
লক্ষ্মীপুরে ব্যবসায়ী হিরালালকে হত্যার ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ
মো. অহিদ মিয়া, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে স্বর্ণ ব্যবসায়ী হিরালাল দেবনাথকে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মুন্নাফ বিষয়টি নিশ্চিত করেছেন।এর আগে ভোরে তাদেরকে ঢাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন—বাহার উদ্দিন, মোবারক হোসেন ও তুষার ইসলাম। তাদের বিস্তারিত পরিচয় জানায়নি পুলিশ। ওসি মো. আবদুল মুন্নাফ বলেন, হিরালাল হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি-না তা তদন্ত চলছে। প্রসঙ্গত, গত ৮ নভেম্বর রাতে সদর উপজেলার কাজিরদিঘীরপাড় বাজারের মাতৃশিল্পালয়ের স্বত্বাধিকারী হিরালালকে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনার পরদিন নিহতের ছেলে প্রীতম দেবনাথ অজ্ঞাতদের আসামি করে লক্ষ্মীপুর সদর থানায় হত্যা...
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মুন্নাফ বিষয়টি নিশ্চিত করেছেন।এর আগে ভোরে তাদেরকে ঢাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন—বাহার উদ্দিন, মোবারক হোসেন ও তুষার ইসলাম। তাদের বিস্তারিত পরিচয় জানায়নি পুলিশ।
ওসি মো. আবদুল মুন্নাফ বলেন, হিরালাল হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি-না তা তদন্ত চলছে।
প্রসঙ্গত, গত ৮ নভেম্বর রাতে সদর উপজেলার কাজিরদিঘীরপাড় বাজারের মাতৃশিল্পালয়ের স্বত্বাধিকারী হিরালালকে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনার পরদিন নিহতের ছেলে প্রীতম দেবনাথ অজ্ঞাতদের আসামি করে লক্ষ্মীপুর সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।