জিয়াউর রহমান ফাউন্ডেশনের বোর্ড অব ডাইরেক্টরস কমিটি গঠন
- Update Time : 06:32:40 am, Wednesday, 13 November 2024
- / 183 Time View
অগ্নিশিখা ডেস্কঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রেসিডেন্ট ও ডা. জুবাইদা রহমানকে ভাইস প্রেসিডেন্ট করে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) এর বোর্ড অব ডাইরেক্টরস কমিটি গঠন করা হয়েছে।
বুধবার বিএনপির ফেসবুক পেইজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) গঠনতন্ত্র মোতাবেক কেন্দ্রীয় কার্যকরী কমিটির পরিবর্তে নিম্নোক্ত ব্যক্তিদের সমন্বয়ে একটি বোর্ড অব ডাইরেক্টরস কমিটি গঠন করা হয়েছে।
কমিটির তালিকা নিম্নরুপ-
১. জনাব তারেক রহমান (প্রেসিডেন্ট)
২. ডা. জুবাইদা রহমান (ভাইস প্রেসিডেন্ট)
৩. অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার এক্সিকিউটিভ ডাইরেক্টর
৪. অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানডাইরেক্টর (এডমিন)
৫. অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম ডাইরেক্টর (ফাইন্যান্স)
৬. ডা. সৈয়দা তাজনীন ওয়ারিস সিমকী ডাইরেক্টর (প্ল্যানিং)
৭. ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ ডাইরেক্টর (প্রোগ্রাম)
৮. ডা. মোস্তফা আজিজ সুমন ডাইরেক্টর (প্রোগ্রাম)
৯. প্রকৌশলী মো. মাহবুব আলম ডাইরেক্টর (প্রোগ্রাম)
১০. কৃষিবিদ ড. খন্দকার মাহফুজুল হক বাচ্চু ডাইরেক্টর (প্রোগ্রাম)
১১. অধ্যাপক ড. মো. লুৎফর রহমান ডাইরেক্টর (প্রোগ্রাম)
১২. এডভোকেট মোহাম্মদ আলী ডাইরেক্টর (প্রোগ্রাম)
১৩. আমিরুল ইসলাম কাগজী ডাইরেক্টর (প্রোগ্রাম)
১৪. ব্যারিস্টার জাইমা রহমান ডাইরেক্টর
১৫. অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ডাইরেক্টর
১৬. কৃষিবিদ আনোয়ারুননবী মজুমদার বাবলা ডাইরেক্টর
১৭. কৃষিবিদ শামীমুর রহমান শামীম ডাইরেক্টর
১৮. ব্যারিস্টার মীর হেলাল ডাইরেক্টর
১৯. অধ্যাপক ড. শেখ মনির উদ্দিন ডাইরেক্টর
২০. প্রকৌশলী একেএম জহিরুল ইসলাম ডাইরেক্টর
২১. কৃষিবিদ শফিউল আলম দিদার ডাইরেক্টর
২২. প্রকৌশলী উমাশা উমায়ন মনি চৌধুরী ডাইরেক্টর
২৩. সাংবাদিক হাফিজ আল আসাদ সাঈদ খান ডাইরেক্টর

























