মঙ্গলবার, ০১ Jul ২০২৫, ০৬:১৯ পূর্বাহ্ন

সর্বশেষ :
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ হতে চল্লিশ কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নারায়ণগঞ্জের বন্দর থানার মেহেদী হত্যা মামলার মূল আসামিসহ ৯ জন আসামি গ্রেফতার নারায়ণগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার দেশে প্রথমবারের মতো চালু হলো গুগল পে, যেসব সুবিধা পাওয়া যাবে জম্মু-কাশ্মিরে সেনা অভিযান ভারতের, নিহত ৩ সন্ত্রাসী মালয়েশিয়া প্রবাসীদের সমস্যা নিয়ে দূতাবাসে এবি পার্টির স্মারকলিপি সাত জেলায় বজ্রপাতের সতর্কতা জারি নবাবগঞ্জে সমলয় পদ্ধতিতে ধান চাষ: আধুনিক প্রযুক্তিতে কৃষির নতুন সম্ভাবনা পীরগঞ্জে টিআর কাবিখা প্রকল্পে তোঘলকি কারবার ! দেশজুড়ে তীব্র তাপপ্রবাহ, জরুরি নির্দেশনা জারি স্বাস্থ্য অধিদপ্তরের

পলাশবাড়ী পৌরসভার ময়লা অপসারণের ভ্রাম্যমান ভ্যানের কার্যক্রমের উদ্বোধন

মিলন মন্ডল,পলাশবাড়ী(গাইবান্ধা)প্রতিনিধিঃ গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার ময়লা আবর্জনা অপসারণের জন্য ভ্রাম্যমান ভ্যান এর শুভ উদ্বোধন ১১ নভেম্বর সকালে পৌরসভার নিজস্ব কার্যালয়ে পৌর প্রশাসক ও সহকারী কমিশনার(ভূমি) আল ইয়াসা রহমান তাপাদার এর সভাপতিত্বে ময়লা অপসারণ ভ্যানের কার্যক্রম এর প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান।

এসময় আরো উপস্থিত ছিলেন পৌর প্রশাসকের সহায়তা কমিটির সদস্য পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ জুলফিকার আলি ভুট্ট,উপজেলা ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা আ,ম শহীদ উল্লাহ ভূইয়া, প্রাথমিক শিক্ষা অফিসার আরজুমান আরা গুলেনুর,৫ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলার মতিয়ার রহমান,পলাশবাড়ী প্রেসক্লাব সাধারণ সম্পাদক পাপুল সরকার প্রমুখ।

এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীগন উপস্থিত ছিলেন।

পৌর প্রশাসক ও সহকারী কমিশনার(ভূমি) বলেন প্রাথমিক পর্যায়ে প্রতিদিন ৪নং ওয়ার্ড ও ৫ নং ওয়ার্ড এবং পাশাপাশি ২নং ওয়ার্ড বেলের ঘাট রোডের আংশিক এলাকায় এই কার্যক্রম পরিচালিত হবে বলে জানান।

পৌর প্রশাসক আরো বলেন প্রতিদিন নির্দিষ্ট সময়ে ভ্যান গুলো পাড়া মহল্লায় নিয়ে যাবেন ময়লা অপসারণ কর্মীরা, এবং তারা বাঁশি বাজাবেন যা শুনে একালা বাসী তাদের বাসাবাড়ী,হোটেল ও অফিসের ময়লা আবর্জনা ঐ ভ্যানে দিয়ে দিবেন।আর এই সেবা মূলক কাজের জন্য প্রতি মাসে প্রতি পরিবার কে ৫০ টাকা এবং হোটেল,অফিস ও অনান্য প্রতিষ্ঠান কে ১০০ টাকা করে দিতে হবে।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com