সোমবার, ৩০ Jun ২০২৫, ০৬:২৩ পূর্বাহ্ন

সর্বশেষ :
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ হতে চল্লিশ কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নারায়ণগঞ্জের বন্দর থানার মেহেদী হত্যা মামলার মূল আসামিসহ ৯ জন আসামি গ্রেফতার নারায়ণগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার দেশে প্রথমবারের মতো চালু হলো গুগল পে, যেসব সুবিধা পাওয়া যাবে জম্মু-কাশ্মিরে সেনা অভিযান ভারতের, নিহত ৩ সন্ত্রাসী মালয়েশিয়া প্রবাসীদের সমস্যা নিয়ে দূতাবাসে এবি পার্টির স্মারকলিপি সাত জেলায় বজ্রপাতের সতর্কতা জারি নবাবগঞ্জে সমলয় পদ্ধতিতে ধান চাষ: আধুনিক প্রযুক্তিতে কৃষির নতুন সম্ভাবনা পীরগঞ্জে টিআর কাবিখা প্রকল্পে তোঘলকি কারবার ! দেশজুড়ে তীব্র তাপপ্রবাহ, জরুরি নির্দেশনা জারি স্বাস্থ্য অধিদপ্তরের

চন্দ্রগঞ্জে সামাজিক উদ্যোগে ফয়েজের কর্মসংস্থান

মো. অহিদ মিয়া, লক্ষ্মীপুরঃ“মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য”এই গানের সাথে মিলেমিশে একাকার লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের শিবপুর গ্রামের শিক্ষিত ও শারীরিক ভাবে অসুস্থ ফয়েজের জীবন। ডিগ্রি পাশ যুবক ফয়েজ নিজে শারীরিক ভাবে অসুস্থ, তাঁর বাবা মো. মানিক মিয়া ও দীর্ঘদিন থেকে অসুস্থ কোন কাজ করতে পারেনা। পরিবার নিয়ে অসহায় জীবনযাপন করে। একদিকে পুঁজি সংকট অন্যদিকে নিজের শারীরিক অসুস্থতা ভারি কোন কাজও করা সম্ভব হয়না ফয়েজের পক্ষে। তাই স্থানীয় সামাজিক সংগঠন ও দানশীল ব্যক্তিদের সহায়তায় নিঃস্বার্থ ভালোবাসা এবং একে অপরের পাশে দাঁড়ানোর এই অসাধারণ দৃষ্টান্ত স্থাপিত হলো ফয়েজের জন্য। প্রায় অর্ধ লক্ষ টাকা ফান্ড দিয়ে ফয়েজের জন্য তৈরি করে দেওয়া হয়েছে একটি ব্যবসা প্রতিষ্ঠান।
মানবিক এই কাজে এগিয়ে এসেছে সামাজিক সংগঠন শতদল যুবক্লাব, আব্দুল মালেক ফাউন্ডেশন, শিবপুর ইন্দ্রপুর প্রবাসী কল্যাণ ট্রাস্ট, বি,এস,ডি,এ এর ব্যক্তিগত সহযোগিতা থেকে পাওয়া নগদ অর্থ দিয়ে ফয়েজের জন্য এই ব্যবসা প্রতিষ্ঠান প্রস্তুত করে দেওয়া হয়। সকলের আন্তরিক প্রচেষ্টা এবং দোয়ার মাধ্যমে ফয়েজের এই দোকানটি উদ্বোধন করা হয়।

এই প্রতিষ্ঠানের মাধ্যমে তার জীবনে যেন নতুন আলো ছড়ায়, এটাই সবার কামনা। শতদল যুব ক্লাবের সভাপতি এ্যাডভোকেট মো. আমিনুল ইসলাম ফুয়াদ বলেন, ধন্যবাদ জানাই সেই সকল মহৎ হৃদয়বান মানুষদের, যারা নিঃস্বার্থভাবে ফয়েজের পাশে দাঁড়িয়েছেন। আমাদের এই সহযোগিতা অব্যাহত থাকবে, আমরা ফয়েজকে ফলোআপ করবো তার কখন কি প্রয়োজন হয় সবকিছু আমরা সরবরাহ করার চেষ্টা চালাবো।

শতদল যুবক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও বর্তমান উপদেষ্টা পরিষদের সদস্য সাহাব উদ্দিন বাবুল বলেন, আমাদের শতদল যুবক্লাব ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাকালীন সময় হতেই শিক্ষা সংস্কৃতি চর্চা করার পাশাপাশি সামাজিক ও মানবিক কাজও আমরা করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় স্থানীয় যুবক ফয়েজের জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। শতদল যুব ক্লাবের পাশাপাশি অন্য যেসকল সামাজিক সংগঠন ও ব্যক্তি ফয়েজের জন্য আর্থিক সহযোগিতা দিয়েছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সামাজিক যে কোন প্রয়োজন সবার সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ফয়েজের দোকান উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠন গুলোর প্রতিনিধি,স্থানীয় ব্যবসায়ী ও জনসাধারণ।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com