কাচিঘাটা রেঞ্জের আওতায় যাথিলা বিটের অধীন ২৭ টি বাগান বনদস্যুরা ধ্বংস করেছে
- Update Time : 09:05:55 am, Tuesday, 12 November 2024
- / 263 Time View
বিপ্লব হোসেন ফারুকঃ গাজীপুরের কালিয়াকৈর থানাধীন যাথিলা বিটের অধীন ২৭ টি বাগান বনদুস্যরা কেটে নিয়েছে বলে স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, বন বৃক্ষের বাগান কাঠের আনুমানিক বাজার মূল্য প্রায় কোটি টাকার উপরে। এতে আলো আধারের খেলায় বিট কর্মকর্তা মাসুদ নিজেই মেতে উঠেছেন। আলো আধারের ছক্কাপাঞ্জায় গোপন সংযোগ স্থাপন করে অনৈতিক লেনদেনের মাধ্যমে এ সমস্ত কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন বলে গোপন সূত্রের ভিত্তিতে জানা যায়। বিট অফিসের সামনে গাছ ভর্তি ট্রাক থামিয়ে তাদের নিয়োজিত দালালের মাধ্যমে টাকা হাতিয়ে নিচ্ছে বিট কর্মকর্তা যা আলো আঁধারের খেলার মতই দৃশ্যত। সাংবাদিকদের চোখ ফাঁকি দিতে ভিন্ন ভিন্ন কৌশল অবলম্বন করছে, দোষ চাপিয়ে দেওয়া হচ্ছে প্রভাবশালী মহলের উপর। এখানে বিগত দিনে যে সাংঘর্ষিক ঘটনার সূত্রপাত হয়েছে তা কেবল অনৈতিক লেনদেনের স্বার্থ বিভাজনের কারণে। স্থুল বিষয় গুলো নিয়ে প্রতিবেদনটি তৈরি করতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে প্রতিবেদকের।
এখানে আরো বিষয় সংযোজিত সংযোজিত হয়েছে যা পরবর্তীতে ধারাবাহিক প্রতিবেদনে তুলে ধরা হবে।
























