ভুয়া বিজ্ঞপ্তি নিয়ে রিজভীর বিবৃতি
- Update Time : 09:31:56 am, Monday, 11 November 2024
- / 164 Time View
অগ্নিশিখা প্রতিবেদকঃ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ভুয়া বিজ্ঞপ্তি নিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার (১১ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলা হয়, আমি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ মর্মে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে, কোনো স্বার্থান্বেষী কুচক্রী মহল আমার সই জাল করে ফেসবুকে একটি প্রেস বিজ্ঞপ্তি পোস্ট করে।
রিজভী বলেন, পোস্টকৃত প্রেস বিজ্ঞপ্তিটি মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত।
বিবৃতিতে তিনি আরও বলেন, বিজ্ঞপ্তিটি আমার স্বাক্ষরে বিএনপির দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো হয়নি। এটি বানোয়াট ও ভুয়া।
এ বিষয়ে দলের সব পর্যায়ের নেতাকর্মীকে বিভ্রান্ত না হওয়ারও অনুরোধ জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।















