শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৬:৩২ অপরাহ্ন
অগ্নিশিখা প্রতিবেদকঃ পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির (পিজিবিপি) বদলি ও পদায়ন বিষয়ে সংশ্লিষ্টদের বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।কক্সবাজারে জনপ্রশাসন একাডেমির জমি বরাদ্দ বাতিল
সোমবার (১১ নভেম্বর) এক বার্তায় পিজিবিপি জানায়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে পাওয়ার গ্রিড বাংলাদেশের কর্মকর্তা-কর্মচারীদের বদলি/পদায়ন নিয়ে একটি প্রতারক চক্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষের রেফারেন্স দিয়ে সংশ্লিষ্টদের বিভ্রান্ত করার অপতৎপরতায় লিপ্ত রয়েছে।
উল্লেখ্য, পাওয়ার গ্রিডে বদলি ও পদায়ন কার্যক্রম স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে সম্পন্ন করা হয়ে থাকে। এ বিষয়ে কোনো প্রকার অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে পরামর্শ প্রদান করা হলো।