সাফজয়ী নারীদের জন্য দেড় কোটি টাকা পুরস্কার ঘোষণা বাফুফের
- Update Time : 11:55:19 am, Saturday, 9 November 2024
- / 226 Time View
ক্রীড়া প্রতিবেদকঃ নেপালকে হারিয়ে সদ্য সাফজয়ী বাংলাদেশ নারী দলকে দেড় কোটি টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
শনিবার (৯ নভেম্বর) বাফুফের নবগঠিত কমিটির প্রথম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
অর্থ পুরস্কার দেয়ার কথা আগেই জানিয়েছিলেন বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল। তবে অঙ্কটা ছিল অজানা। পূর্ব ঘোষণা অনুযায়ী শনিবার নতুন কার্যনির্বাহী কমিটির প্রথম সভা শেষে তা প্রকাশ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে বাফুফের সদস্য আমিরুল ইসলাম বাবু বলেন, সাফ চ্যাম্পিয়ন নারী দলকে বাফুফের পক্ষ থেকে দেড় কোটি টাকা প্রদান করা হবে। আমরা শিগগিরই এক অনুষ্ঠানের মাধ্যমে এটি প্রদান করব। শুধু খেলোয়াড় নয়, দলের সঙ্গে থাকা সবাই এই পুরস্কারের আওতায় আছেন।
তিনি জানান, এই অর্থ নির্বাহী কমিটির সদস্যরা মিলে দেবেন।এর আগে টানা দুবার শিরোপা জেতায় ক্রীড়া মন্ত্রণালয় থেকে এক কোটি টাকা বোনাস ঘোষণা করা হয়েছিল।
বাফুফের প্রথম সভায় দুটি কমিটিও গঠন করা হয়েছে। ফাইন্যান্স কমিটি চার বছরের জন্য দায়িত্ব থাকবে সভাপতি তাবিথ আউয়ালের অধীনে। ন্যাশনাম টিম কমিটির চেয়ারম্যানও থাকবেন বাফুফে সভাপতি।

















