শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০৪:৪৫ পূর্বাহ্ন

সর্বশেষ :
মহাষ্টমীর দিনে গাইবান্ধায় কুমারী পূজা ভোলা-২ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী ত্যাগী নেতা – সহিদ উল্যাহ তালুকদার মাদকবিরোধী সংগঠন ‘মুক্তির পথ’-এর প্রথম আলোচনা সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জ এবার উৎসবমূখর পরিবেশে ও ধর্মীয় গাম্ভীর্যের মধ্য দিয়ে দূর্গা পূজা অনুষ্ঠিত হবে: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা নারায়ণগঞ্জের ফতুল্লায় লুট হওয়া সরঞ্জাম সহ ট্রাক উদ্ধার  কক্সবাজারের ঈদগাঁও সড়কে আবারও ডাকাতি, ২ যুবককে অপহরণ কর্ণফুলী টানেলে ৬ দিন ট্রাফিক ডাইভারশন নারায়ণগঞ্জ চাষাঢ়া ও ফতুল্লা রেলস্টেশনে অভিযান চালিয়ে ২৭ জন মাদকসেবীকে আটক করেছে যৌথবাহিনী নারায়ণগঞ্জে চাষাঢ়ায় ট্রাফিকের দায়ত্বে থাকা সেচ্ছাসেবী শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘষে উভপক্ষের কমপক্ষে ২০ জন আহত     নারায়ণগঞ্জে ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রী ও সন্তানের লাশ উদ্ধার

ওসমানীনগরে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

ওসমানীনগর (সিলেট) সংবাদদাতাঃ ওসমানীনগর উপজেলার ২ নং সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা সাহেদ আহমদ মুছাকে উপজেলার বৃহত্তর বাণিজ্যিক কেন্দ্র গোয়ালাবাজার থেকে গ্রেফতার করেছে পুলিশ ।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকাল ৩টায় চেয়ারম্যান ব্যক্তিগত গাড়ি যোগে সাদীপুর যাওয়ার পথে তাকে আটক করা হয়। বিষয় টি নিশ্চিত করে চেয়ারম্যান এর গাড়ি চালক মোজাহিদ আহমদ বলেন, গোয়ালাবাজার থেকে পুলিশে ইউনিফর্ম পরাসহ সাদা পোষাকধারী আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা চেয়ারম্যানকে আটক করেছে। আটকের পর ওসমানীনগর থানায় চত্বরে গাড়ি পরিবর্তন করে সিলেট শহরের দিকে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি ।

বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) আশরাফুজ্জামান পিপিএম বলেন ২৩ আগস্ট গোলাপগঞ্জ থানায় দায়ের করা একটি মামলায় সাহেদ আহমদ মুছাকে গ্রেফতার করা হয়েছে।

উক্ত বিষয়ে গোলাপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো.মনিরুজ্জামান মোল্লা বলেন,গ্রেফতারের পর চেয়ারম্যান সাহেদ আহমদ মুছাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্ররেণ করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com